/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/indian-fans.jpg)
বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের নিয়ে এবার তোলপাড় পড়ে গেল। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম দোহার বিশ্বকাপ। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে, ভারতীয় সমর্থকরা ইংল্যান্ড, আর্জেন্টিনা দলকে স্বাগত জানাচ্ছেন। তারপরেই সেই ভিডিওর যৌক্তিকতা নিয়ে তোলপাড় পড়ে যায়।
পশ্চিমী গণমাধ্যমে বিশ্বকাপের আয়োজক কমিটিকে তুলোধোনা করে অভিযোগ তোলে, সংগঠকরা অর্থের বিনিময়ে পরিযায়ী শ্রমিকদের বিশ্বকাপে নামিয়েছে। এই ভুয়ো সমর্থকরা নাকি বিদেশি দলগুলোকে অভ্যর্থনা জানাচ্ছে দোহায়।
আরও পড়ুন: এক টাকাও লাগবে না, ভারতে বসেই ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখুন ফ্রিতে! জানুন গোপন কৌশল
ফক্স স্পোর্টস-এর প্রতিবেদনে লেখা হয়, "এই ফ্যানরা দোহার পরিযায়ী শ্রমিক, আগাম পার্টি করছে নাকি এই ঘটনা পুরোটাই অর্থের বিনিময়ে সংগঠকদের সাজানো তা স্পষ্ট নয়।"
Me parece a mi o… Somos locales otra vez!!!!! pic.twitter.com/bgBu32lOIi
— Esteban Edul (@estebanedul) November 11, 2022
ব্রিটিশ প্রচারমাধ্যম গার্ডিয়ান-এর সাংবাদিকরা কমপক্ষে হাফডজন সমর্থকদের সঙ্গে কথা বলেছিল। তাঁদের জিজ্ঞাসা করা হয়, অর্থের বিনিময়ে তাঁদের ভাড়া খাটানো হচ্ছে কিনা! সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে ভারতীয় সমর্থককুল। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, কেরালার ফুটবল সমর্থক তাঁরা। ইংল্যান্ড ফুটবল এবং প্রিমিয়ার লিগের ফলোয়ার তাঁরা।
Huge number of Indian ex-pats outside the England hotel, awaiting the team’s arrival in Qatar. Spoke to a few of them, and they insist they are not fake fans. Also have shown us murals of England players they have drawn back in Kerala pic.twitter.com/YlQQMOnPad
— Sean Ingle (@seaningle) November 15, 2022
আরও পড়ুন: ২০ বছর পর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে এই দল! নিখুঁত ভবিষ্যৎবাণী করল সুপার-কম্প
এমন পশ্চিমী প্রতিবেদনকে পাল্টা তোপ দেগেছে কাতারের ফুটবল আয়োজক সংস্থাও। সরকারি বিবৃতিতে পাল্টা জানিয়ে দেওয়া হয়েছে, "স্থানীয় ফুটবল সংস্কৃতিতে অবদান রাখতে সমস্ত বিশ্বের সমর্থকরাই কাতারকে নিজস্ব ঘরবাড়ি বানিয়ে ফেলেছে। গোটা দেশ জুড়েই সমর্থকরা প্যারাডের মাধ্যমে বিদেশি দলগুলিকে হোটেলে অভ্যর্থনা জানাচ্ছে। একাধিক সাংবাদিক এবং ধারাভাষ্যকার এই বিষয়ের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এরকম ধরণের ভ্রান্ত মনোভাব আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। এসব রীতিমতো হতাশার এবং আশ্চর্যজনক।"
ঘটনা হল, বিশ্বকাপের টিকিট কেনার ক্ষেত্রে ভারতীয় সমর্থকরা প্ৰথম দশের।তালিকায় রয়েছে। বিশ্বকাপ উপভোগ করতে কাতারে যাওয়া ভারতীয় সমর্থকদের দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড দলকে অভ্যর্থনা জানাতে।রবিবার বিশ্বকাপের প্ৰথম ম্যাচে আয়োজক দেশ কাতার নামছে ইকুয়েডরের বিরুদ্ধে।