ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ভারত ফুটবল বিশ্বকাপের ধারে কাছে নেই। তবে ভারতীয়দের উৎসাহ বিশ্বের সেরা দর্শকদের তালিকায় জায়গা করে নিয়েছে। ফুটবলে বাঁচে বাঙালি। ফের একবার প্রমাণ করল কাতার বিশ্বকাপ। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপ সিজনে কাতারে হাজির হয়েছেন কলকাতা থেকেই ৯০০০ জন।
সেমিফাইনাল এবং ফাইনাল চলতি সপ্তাহেই। মঙ্গলবার রাতে যেমন আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, তেমন ফ্রান্স ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে মরক্কোর বিপক্ষে। তারপরে রবিবার মেগা-ফাইনাল। বিশ্বকাপের শেষ সপ্তাহের সাক্ষী থাকতে এখনও ভিসা ট্র্যাভেল প্যাকেজ নিয়ে খোঁজ-খবর করে চলেছেন শহরের বাঙালিরা।
আরও পড়ুন: মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সেই রেফারিকেই লাল কার্ড দেখাল ফিফা
ট্র্যাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় শাখার প্রধান অনিল পাঞ্জাবি জানিয়েছেন, "পূর্ব ভারত থেকে এখনও পর্যন্ত ১০ থেকে ১২ হাজার জন কাতারে গিয়েছেন গত কয়েক সপ্তাহে। এর মধ্যে কলকাতা থেকে কাতার-যাত্রীদের সংখ্যা প্রায় ৯০০০ জন। এখনও দর্শকরা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য খোঁজখবর করছেন। শেষ ল্যাপের এই তিন ম্যাচের জন্য এখনও ১৫০০ কলকাতার সমর্থক কাতার যাচ্ছেন।"
আরও পড়ুন: রোনাল্ডোর গায়ে জল ছুঁড়ে ক্ষেপানোর চেষ্টা, ঘাড় ধরে দর্শককে বের করল পুলিশ, দেখুন বিষ্ফোরক ভিডিও
তিনি আরও জানাচ্ছেন, "এবারের বিশ্বকাপ নিয়ে কলকতাবাসীর উৎসাহ চোখে পড়ার মত। প্রথমত, দোহা পর্যন্ত সরাসরি ফ্লাইট এবং কোভিড পরবর্তী সময়ে বাঙালির ভ্রমণের তাড়না। এমনিতে কাতার ট্যুরিস্ট স্পট হিসাবে সেরকম নাম ছিল না। তবে বিশ্বকাপ কাতারের মুকুটে নতুন পালক জুড়ে দিয়েছে। এখন অনেকেই কাতারে যেতে চাইবেন বিশ্বকাপের পর।"
আরও পড়ুন: ক্রোয়েশিয়া ম্যাচে টাইব্রেকারে কেন শট নেননি নেইমার, রহস্য ফাঁস করলেন কোচ তিতে
ব্রাজিল, পর্তুগাল, স্পেন, জার্মানির মত হেভিওয়েট দলের বিদায় বিশ্বকাপের পরবর্তী পর্যায় কিছুটা বিবর্ণ করে দিয়েছে। তবে এখনও কলকাতার দর্শকদের উৎসাহ ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা। লেক গার্ডেন্সের এক ফুটবল সমর্থক শুভম মিত্র জানিয়েছেন, "মেসি শেষ বিশ্বকাপে খেলতে নামছেন। কয়েকমাস আগেই ঠিক করে নিয়েছিলাম, আর্জেন্টিনা যদি সেমিফাইনালে পৌঁছয়, তাহলে কাতার যাব। কে বলতে পারি হয়ত চোখের সামনে মেসিকে দুর্লভ ট্রফি হাতে নিতে দেখতে পারি। যে অভিজ্ঞতা বরাবরের সম্পদ হয়ে থাকবে আমার।"
বিমানে দোহা যাওয়ার খরচ এই মুহূর্তে ৫৫,০০০-৬০,০০০ টাকা। থাকা-খাওয়ার খরচও সাধ্যের মধ্যে। তাই বাঙালি বাক্স-প্যাটরা বেঁধে বেরিয়ে পড়ছে কাতার যাত্রায়।