Advertisment

বিপক্ষ কোচকে দেখে ক্ষেপলেন না! হল্যান্ড ম্যাচের বিতর্ক নিজেই নেভালেন মেসি, দেখুন ভিডিও

ভ্যান গালকে সপাটে আক্রমণ করেছিলেন, ক্রোয়েশিয়ার কোচের সঙ্গে কেমন ব্যবহার করলেন মেসি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স করে ফাইনালে তুলেছেন দলকে। নিজে একটি গোল করেছেন। তারপরে দুটো এসিস্টে ক্রোয়েশিয়াকে দুমড়ে মুচড়ে দিয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিতর্কিত ঘটনা সরিয়ে মেসি আবার দলের মেসিহা হয়ে উঠেছেন।

Advertisment

নেদারল্যান্ডস ম্যাচের পরেই মহাতারকা ডাচ কোচ লুই ভ্যান গালকে একহাত নিয়েছিলেন। শুধু ডাচ কোচই নয়, মেসির ক্রোধের মুখে পড়েছিলেন বিপক্ষ স্ট্রাইকার ওউট ওয়েগহর্স্টও। টিভিতে লাইভ সাক্ষাৎকারের সময়েই মেসি তাঁকে ঝাঁঝিয়ে বলে দেন, "এদিকে কি দেখছ, বোকা কোথাকার, ভাগো এখান থেকে।"

নেদারল্যান্ডস ম্যাচের পুনরাবৃত্তি দেখা গেল ক্রোয়েশিয়া ম্যাচেও। ম্যাচের পরে এবারেও লাইভ সাক্ষাৎকার থামিয়ে দিলেন। তবে এবার কোনও বিতর্ক নয়, বরং ক্রোয়েশিয়ান হেড কোচ ডালিচকে শুভেচ্ছা জানাতে দেখা গেল এলএমটেনকে। যেখানে ক্রোট কোচের সঙ্গে করমর্দন করেন মেসি। মদ্রিচদের কোচ ফাইনালের জন্য শুভেচ্ছা জানান মেসিকেও।

আরও পড়ুন: মেসির আর্জেন্টিনা দলে কেন একজনও নেই কালো ফুটবলার! ভয়ঙ্কর সত্যিটা জানলে শিউরে উঠবেন

লুই ভ্যান গালের মত বিতর্কিত ঘটনার উল্টো কাহিনী এবার। সেমিফাইনালে হারের পরে মেসিকে চূড়ান্ত প্রশংসায় ভাসিয়ে দিয়ে ডালিচ জানিয়ে দিয়েছেন যোগ্য দল হিসাবেই ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। "মেসি বিশ্বের সেরা ফুটবলার। ওঁর কোয়ালিটি তো বটেই, প্রতিপক্ষ হিসাবে ও ভয়ঙ্কর বিপজ্জনক। উচ্চ পর্যায়ের পারফরম্যান্স মেলে ধরল ও আমাদের বিপক্ষে। এমন মেসিই আমাদের কাছে প্রত্যাশিত। আর্জেন্টিনা দুর্ধর্ষ এক টিম। মেসি এতটাই দুরন্ত কোয়ালিটির যে ওঁরা নিজেদের সেরা ফর্মেই খেলছে। সেই সঙ্গে হাজার হাজার সমর্থকরাও আর্জেন্টিনার পাশে রয়েছে।"

এমনটা জানিয়ে ডালিচ আরও বলেন, "ওঁরা চারজন মিডফিল্ডার নিয়ে নেমেছিল।আমরাও আক্রমণাত্মক ছকে খেলছিলাম। তবে মেসি একটা মুভেই আমাদের শেষ করে দিল। ওর জন্যই তৃতীয় গোলটা হল।"

Croatia FIFA World Cup Lionel Messi Qatar World Cup 2022 Argentina FIFA World Cup. Football
Advertisment