Advertisment

মেসিকে ১ মিলিয়ন ডলারের অফার! স্রেফ দিতে হবে ছোট্ট এই জিনিসটি

নিতান্তই সামান্য এই জিনিস দিলেই মেসি পেয়ে যাবেন ১ মিলিয়ন ডলার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফাইনাল ম্যাচের পরে ট্রফি জয়ের মঞ্চে কাতারের রাজার তরফ থেকে মেসিকে একটি কালো আলখাল্লায় মুড়ে দেওয়া হয়েছিল। সেই কালো পোশাক-ই এবার আহমেদ আল বারাওয়ানি নামের এক আইনজীবী ১ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনতে চাইলেন। মেসির বিশ্বকাপ জয়ের এই স্মারক নিজের সংগ্রহে রাখতে চান বারওয়ানি। টুইটারে তিনি লিখেছেন, "ওই বিশত আমাকে দাও। তোমাকে মিলিয়ন ডলার দিতে প্রস্তুত আমি।"

Advertisment

মেসিকে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি তুলতে দেখা যায় কালো আলখাল্লা জড়িয়ে। নীল-সাদা আর্জেন্টিনীয় জার্সির ওপর কালো পোশাক পরেই মেসি সুদৃশ্য ট্রফি তোলেন হাসি মুখে।

আরও পড়ুন: এমবাপের গোল অবৈধ ছিল! ফুটেজ দেখিয়ে বিষ্ফোরক দাবি বিশ্বকাপ ফাইনালের রেফারির

ট্রফি মেসির হাতে তুলে দেওয়ার আগেই কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সুপারস্টারের গায়ে জড়িয়ে দেন আরব দুনিয়ার এই ঐতিহ্যবাহী পোশাক। আরব দুনিয়ায় বিশেষ অনুষ্ঠানে এই কালো পোশাক পরার রীতি রয়েছে। এই পোশাক বানানো হয় উটের লোম এবং ছাগলের পশম দিয়ে।

সাধারণত, রাজা-রাজরারা এই হালকা পশমের এই পোশাক গায়ে জড়িয়ে নেন ঐতিহ্য মেনে। মেসির গায়ে তা চাপিয়ে দেওয়া হলে তিনি আপত্তি করেননি। মরু শহরে বিশ্বকাপের অতৃপ্ত স্বপ্ন পূরণ করার মাহেন্দ্রক্ষণে তাঁর গায়ে চড়ানো থাকল সেই কালো পশমিয়া। আরব দুনিয়ায় যা 'বিশত' নামে পরিচিত।

আরও পড়ুন: রেফারিই ভিলেন, নতুন করে হোক বিশ্বকাপ ফাইনাল! লাখো লাখো সই জমিয়ে উত্তাল ফ্রান্স

ট্রফি হাতে তোলার সময় কালো আচ্ছাদনে মেসির জার্সি ঢাকা থাকলেও টিম ফটো সেশনে মেসি কালো আলখাল্লা সরিয়েই ছবি তোলেন।

এই স্মরণীয় 'বিশত' কি মেসি বিক্রির পথে হাঁটবেন?

Lionel Messi FIFA World Cup Argentina FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment