Advertisment

মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সেই রেফারিকেই লাল কার্ড দেখাল ফিফা

ম্যাচের মধ্যেই বারবার কার্ড দেখিয়ে আর্জেন্টিনার চক্ষুশূল হয়ে উঠেছিলেন রেফারি লাহুজ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিতর্কিত আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আলোচনা থামছেই না। ডাচ-আর্জেন্টাইন ফুটবলাররা একাধিকবার হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। গোটা ম্যাচে ফুটবলার এবং কোচিং স্টাফ মিলিয়ে ১৭ জনকে হলুদ কার্ড দেখিয়ে প্রচারমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহুজ।

Advertisment

তবে আর্জেন্টিনা সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২৪ ঘন্টা নামার আগেই বিতর্কিত ম্যাচের বিতর্কিত রেফারিকে ঘরে পাঠাল ফিফা। এমনটাই খবর।

আরও পড়ুন: হাত মেলাতে গিয়ে মেসির কাছে অসম্মানিত! ডাচ তারকা বিষ্ফোরকভাবে জানালেন ঝামেলার জন্য দায়ী কে

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের পরেই রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল আর্জেন্টিনীয় শিবির। দুই শিবির মিলিয়ে ১৭ হলুদ কার্ড দেখানোর পাশাপাশি লাহুজ দ্বিতীয়ার্ধে ১০ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন। ডাচরা অতিরিক্ত সময়েই ২-২ করে দেয়।

বিশ্বকাপের ইতিহাসে কোনও ম্যাচে এতবড় কার্ড দেখানোর নজির ছিল না। ম্যাচের পরে স্প্যানিশ রেফারিকে একহাত নেন মেসি সরাসরি। বলে দেন, এমন হাইভোল্টেজ ম্যাচের দায়িত্ব নেওয়ার মত যথেষ্ট যোগ্যতা নেই লাহুজের।

আরও পড়ুন: সেমিতে নামার আগেই চরম দুঃসংবাদ আর্জেন্টিনার! মেসিদের ভয়ঙ্কর শাস্তি দিতে মাঠে নামছে ফিফা

"রেফারিকে নিয়ে একদম কথা বলতে পছন্দ করি না। কারণ ওঁরা পরে প্রতিশোধ নেয়। সবসময় সৎ থাকা সম্ভব হয়না। তবে ফিফার এই বিষয়ে ভাবনা চিন্তার করার প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মত এরকম ম্যাচে এমন একজন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত হয়নি।" বলে দিয়েছিলেন মহাতারকা।

ম্যাচ শেষের পরেই বিতর্কের রেশ শেষ না হওয়ায় ফিফা জানিয়েছিল দুই দল নিয়ম শৃঙ্খলাভঙ্গ করেছে কিনা, তা খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখতে গিয়েই রেফারিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দিল ফিফা।

Lionel Messi FIFA World Cup Argentina FIFA FIFA World Cup. Football Netherlands Qatar World Cup 2022
Advertisment