Advertisment

খালি গায়ে মেক্সিকোর জার্সিতে সপাটে লাথি! ভয়ঙ্কর বিতর্কে মেসিকে চরম হুমকি চ্যাম্পিয়ন বক্সারের

ভয়ংকর হুমকির সামনে মেসি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর লকার রুমে সতীর্থদের সঙ্গে ব্যাপক সেলিব্রেশনে মেতেছিলেন মেসি। সেই সময়েই নাকি মেসি সেলিব্রেশনের মুডে মেক্সিক্যান জার্সিতে লাথি দিয়েছেন। এমন অভিযোগ ওঠার পরেই মেসিকে সরাসরি হুমকি দিয়ে বসলেন মেক্সিকোর চ্যাম্পিয়ন বক্সার সাউলো কানালো আলভারেজ। সুপার মিডল ওয়েট ক্যাটাগরিতে (৭৬ কেজি) কার্লোস আলকারেজ অবিসংবাদী চ্যাম্পিয়ন।

Advertisment

সম্ভবত মেক্সিক্যান কোনও ফুটবলারের সঙ্গে ম্যাচের পরেই জার্সি বিনিময় করেছিলেন লিওনেল মেসি। ভাইরাল হওয়া একটা ভিডিওয় দেখা যাচ্ছে মেসি কিছুটা অসতর্কভাবেই লাথি দিয়ে বসেছেন মেক্সিক্যান সেই জার্সিতে। এরপরেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। প্ৰথমে ভাবা হয়েছিল মেক্সিকোর জাতীয় দলের পতাকায় বুঝি লাথি দিয়েছেন মেসি। তবে পরে বোঝা যায়, সেটি জার্সি।

এরপরেই কানালো আলকারেজ বেশ কয়েকটি টুইটে তুলোধোনা করেন সুপারস্টারকে।

আরও পড়ুন: ইউরোপের সমস্ত ক্লাবকে শীঘ্রই বিদায়! অখ্যাত ক্লাবেই শেষমেশ নাম লেখাচ্ছেন মেসি

১) তোমরা কি মেসিকে লকার রুমের ফ্লোর পরিষ্কার করতে দেখেছ মেক্সিকোর জার্সি, পতাকা দিয়ে?

২) ঈশ্বরের কাছে কেউ প্রার্থনা করো, এরকম যেন কিছু না ঘটে।

৩) আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, ওঁরও উচিত মেক্সিকোকে সম্মান জানানো। আমি গোটা আর্জেন্টিনার কথা বলছি না। আমি লক্ষ্য কেবল মেসি।

৪) সমর্থক হলে সেটা আলাদা ব্যাপার। তবে আমাদের এরকম দৃষ্টান্ত স্থাপন করা উচিত নয়। এতটাও বাড়াবাড়ি করো না।

৫) ওঁরা ফুটবলে আমাদের থেকে ভাল হতেই পারে। তবে শ্রদ্ধা, সম্মান সম্পূর্ণ আলাদা বিষয়।

৬) যাঁরা নিজের দেশকে রক্ষা করতে পারে না, তারা উন্মাদ। উগ্রতা এক রকম বিষয়। নিজের পরিচয় অন্য জিনিস। মেক্সিকো দীর্ঘজীবী হোক।

এর আগে আলকারেজ নিজেই মেসিকে ক্রীড়া আইকন বেছে নিয়েছিলেন। গত বছর এক বক্সিং বাউটে নামার আগে কানোলো মেসির মত একই ব্র্যান্ডের পায়জামা পরেন। মেসির বিষয়ে মিরর.কো.ইউকে-কে বলেছিলেন, "অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ও। ওঁকে আমি দারুণ পছন্দ করি। ও একজন ভালো মানের ফাইটারও হতে পারবে।" তারও আগে কানোলো বলেছিলেন, "আমি যদি ফুটবলার হতাম মেসি, মারাদোনা, পেলের মত হওয়ার চেষ্টা করতাম। মারাদোনা, মেসির প্রতি আমার বরাবর সম্মান থাকবে।"

FIFA World Cup. Football Mexico FIFA World Cup Lionel Messi Qatar World Cup 2022 leo messi Argentina
Advertisment