scorecardresearch

বড় খবর

জোর করে হারানো হল! ফিফায় বিষ্ফোরকভাবে চিঠি লিখে নালিশ এবার মরক্কোর

হেরে যাওয়ার পরেই সটান ফিফাকে চিঠি লিখে ক্ষোভ উগরে দিল মরক্কো

জোর করে হারানো হল! ফিফায় বিষ্ফোরকভাবে চিঠি লিখে নালিশ এবার মরক্কোর

স্বপ্নের দৌড় থেমে গিয়েছে সেমিফাইনালে। মরক্কো বিশ্বফুটবলের নতুন বিস্ময় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। সেমিফাইনালে প্রবল লড়াই করেও মরক্কো শেষ মেষ হার মেনেছে ফ্রান্সের কাছে। ঘটনা হল, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেও হার- এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না উত্তর আফ্রিকান দেশটি।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার মরক্কো সরাসরি চিঠি লিখে অভিযোগ জানাল ফিফাকে। তাঁদের অভিযোগের নিশানায় মেক্সিক্যান রেফারি সিজার রামোস। এমনিতেই এবার বিশ্বকাপ রেফারি নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে একাধিক ম্যাচে। জাপানের লাইন পেরোনো বলে গোল করা হোক বা নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচের কার্ড-বৃষ্টি। একের পর এক ঘটনায় শিরোনামে উঠে এসেছেন রেফারিরা।

আরও পড়ুন: মেসির হাতে কাপ উঠলেও সেলিব্রেট করবে না আর্জেন্টিনায় লিওনেলের গ্রাম! কারণ জানলে দুঃখ হবে খুব

গ্রুপ পর্বে বেলজিয়াম, তারপর নকআউটে স্পেন, এবং পর্তুগালের মত হেভিওয়েট দলকে মাটি ধরিয়ে সেমিতে পৌঁছেছিল মরক্কো। শেষ পর্যন্ত স্বপ্নের সেই দৌড়ে ফুলস্টপ পড়েছে ফ্রান্স ম্যাচে, সেমিতে। ফ্রান্সের হয়ে দুই অর্ধে গোল করে যান থিও হার্নান্দেজ এবং কোলো মুয়ানি।

তবে এই ম্যাচেই রেফারিং নিয়ে মোটেই সন্তুষ্ট নয় মরক্কো। মেক্সিক্যান রেফারি সোফিয়ান বুফলকে হলুদ কার্ড দেখিয়েছিলেন থিও হার্নান্দেজকে ফাউল করায়। তবে মরোক্কান শিবিরের ব্যাখ্যা হার্নান্দেজ বুফলকে ফাউল করেছিলেন। তাই তাঁদের পেনাল্টি প্রাপ্য। যদিও রেফারি রামোস ফ্রান্সের পক্ষে ফ্রিকিকের নির্দেশ দেন।

আরও পড়ুন: মেসির আর্জেন্টিনা দলে কেন একজনও নেই কালো ফুটবলার! ভয়ঙ্কর সত্যিটা জানলে শিউরে উঠবেন

রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের তরফে সরকারি বিবৃতিতে সরকারিভাবে জানানো হয়েছে, মরক্কো-ফ্রান্স ম্যাচে আরতুরো রামোসের রেফারিং নিয়ে মোটেই সন্তুষ্ট নয় মরোক্কা। তাই ফিফায় চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে যে কমপক্ষে দুটো নিশ্চিত পেনাল্টি থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে। ম্যাচে সেভাবে ভার প্রযুক্তি প্রয়োগ করা হয়নি, এই ঘটনাও আশ্চর্য করেছে মরোক্কান শিবিরকে।

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স-ই নামবে। তবে তার আগে যে রীতিমত বাজার গরম করে দিল মরক্কো, তা নিয়ে সন্দেহ নেই।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Fifa world cup qatar 2022 morocco lodges complaint to fifa against referring in france match in semifinal