Advertisment

ইতিহাসের সবথেকে দামি বিশ্বকাপ এবারই! কাতারে ম্যাচ-টিকিটের দাম শুনলে ঘামতে হবে শীতেও

বিশ্বকাপের টিকিটের দাম লাগামছাড়া এবার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কাতার বিশ্বকাপ ফুটবল ইতিহাসের ব্যতিক্রমী হয়ে থাকতে চলেছে। প্রায় সমস্ত দিক থেকেই। এই প্ৰথমবার নভেম্বর-ডিসেম্বরে ফুটবল মহাযজ্ঞের আসর বসতে চলেছে। গ্রীষ্মে কাতারের তাপমাত্রার কথা ভেবেই এমন সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে আয়োজিত হতে চলা প্ৰথম বিশ্বকাপের টিকিটের দামেও নজির গড়তে চলেছে।

Advertisment

২০১৮-য় রাশিয়া বিশ্বকাপে টিকিটের যা দাম ছিল। তার প্রায় ৪০ শতাংশ বেশি দামে টিকিট কিনতে হচ্ছে সমর্থকদের। ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে গড়ে বিশাল ৬৮৪ পাউন্ড বা ৮১২ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৫৬ হাজার টাকা।

আরও পড়ুন: শেষ মুহূর্তে আয়োজক কাতারের U-টার্ন! বিশ্বকাপে কোটি কোটি ডলার ক্ষতির আশঙ্কায় ঘুম উড়ল FIFA-র

টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে কেলার স্টাডিজ এক সমীক্ষা করে। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে, গ্রুপ পর্বের যেকোনও ম্যাচের টিকিটের দাম রাশিয়ায় ছিল ২১৪ পাউন্ড। কাতারে সেই টিকিটের দামই ২৮৬ পাউন্ড। সমীক্ষায় বলা হচ্ছে, গত ২০ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কাতারের টিকিটের দাম-ই সবথেকে বেশি। চার বছর আগের ফাইনাল ম্যাচের টিকিট বিকোচ্ছে ৫৯ শতাংশ বেশি দামে।

জার্মানির এই ক্রীড়া-সমীক্ষক সংস্থার তরফে জানানো হয়েছে, "বিশ্বকাপের ইতিহাসে কাতার ওয়ার্ল্ড কাপ-ই সবথেকে দামি। ছয়টি নতুন স্টেডিয়াম নির্মাণ, আরও দুটো ভেন্যুর পুরোপুরি পুনর্নিমানে খরচ হয়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলার।রাজধানী দোহার পরিকাঠামোগত উন্নয়নে আরও বেশি খরচ হয়েছে। পরিবহন ব্যবস্থা পুরোপুরি বদলাতে হয়েছে। বিমনাবন্দরকেও ঢেলে সাজাতে হয়েছে। তাই টিকিটের দাম যে আকাশছোঁয়া হবে, তাতে সন্দেহ নেই।"

আরও পড়ুন: বিশ্বকাপে ‘অসভ্যতা’ বরদাস্ত নয়! ছোট পোশাক পরলেই পচতে হতে পারে কাতারের জেলে

ফিফার তরফে অবশ্য টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ফিফা আগে স্রেফ জানিয়েছিল, কাতারের আটটি স্টেডিয়ামে তিন মিলিয়ন টিকিট দু-বছর আগেই অগ্রিম বিক্রি হয়ে গিয়েছিল।

২০০৬-এ জার্মানি ওয়ার্ল্ড কাপ ছিল এতদিন সবথেকে দামি। ম্যাচ টিকিটের গড় মূল্য ছিল ১০০ পাউন্ড। বার্লিনে ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি হয়েছিল ২২১ পাউন্ডে। এবার জার্মানিকে পিছনে ফেলে দিল কাতার।

FIFA World Cup. Football FIFA World Cup Worldcup Qatar World Cup 2022 Qatar
Advertisment