scorecardresearch

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে নেইমারের মুখে ভারতের নাম, আদায় করলেন গোটা দেশের ভালবাসা

ভারতীয়দের প্রশংসায় ভাসিয়ে দিলেন নেইমার

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে নেইমারের মুখে ভারতের নাম, আদায় করলেন গোটা দেশের ভালবাসা

বিশ্বকাপ জ্বরে সমর্থকদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটিয়েছে। ভারতীয় সমর্থকরাও প্রিয় দল, প্রিয় তারকাদের জন্য খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিল। ফুটবল উন্মাদনায় ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালে ভাগাভাগি হয়ে গিয়েছিল সমর্থন। এমনকি কেরালায় প্রিয় দলের জন্য মারামারি করতেও পিছপা হননি সমর্থকরা। ফুটবল পাগল এই ভারতীয় সমর্থকদের এবার ধন্যবাদ জানালেন নেইমার।

বিশ্বকাপ শুরুর সগে কেরালার ফুটবল সমর্থকরা কোঝিকোড়ে জেলায় পুল্লাভুর নদীর ওপর পেল্লায় নেইমারের কাট আউট প্রতিস্থাপন করেছিলেন। দৈত্যাকার সেই নেইমারের কাট-আউট গোটা বিশ্বের ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল।

আরও পড়ুন: ক্রোয়েশিয়া ম্যাচে টাইব্রেকারে কেন শট নেননি নেইমার, রহস্য ফাঁস করলেন কোচ তিতে

নিজের সেই ভালোবাসার কাট-আউট নজরে পড়েছে নেইমারেরও। তিনি তারপরেই কেরালার ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখে দিয়েছেন, “স্নেহ, পৃথিবীর সমস্ত শিল্প থেকেই আসে। অনেক ধন্যবাদ, কেরালা, ভারত।”

যাইহোক, নেইমারের ব্রাজিল এবং রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে দুই মহাতারকার বিশাল কাট-আউট খুলে ফেলা হয়েছে। পুল্লাভুর নদীতে কেবল রয়ে গিয়েছে লিওনেল মেসির কাট-আউট।

আরও পড়ুন: রোনাল্ডোকে বিশ্বকাপে বাদ দেওয়ার দুঃসাহস দেখান! পর্তুগালে ফিরতেই স্যান্টোসের ‘শাস্তি’ মিলল হাতেনাতে

এর আগে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার তরফে পুল্লভুর নদীতে একের পর এক সুপারস্টারদের কাট-আউটের ছবি শেয়ার করে লেখা হয়েছিল, “ফিফা বিশ্বকাপ জ্বরে আক্রান্ত কেরালা।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Fifa world cup qatar 2022 neymar thanks kerala brazil fans for supporting