Advertisment

২০ বছর পর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে এই দল! নিখুঁত ভবিষ্যৎবাণী করল সুপার-কম্প

বিশ্বকাপ শুরুর আগেই ঠিক হয়ে গেল চ্যাম্পিয়ন দলের নাম

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি সপ্তাহের শেষেই ফুটবল বিশ্বকাপের আসর বসছে কাতারে। এখন থেকেই জল্পনা, ভবিষ্যতবাণী শুরু হয়ে গিয়েছে কোন দল হবে চ্যাম্পিয়ন! মেসি কি নিজের শেষ বিশ্বকাপ রাঙিয়ে দিয়ে দোহায় বিজয়তিলক লাগিয়ে দেশে ফিরে যাবেন, নাকি নেইমার ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করবে- তর্ক-বিতর্ক চালু হয়ে গিয়েছে। ব্রাজিলের পর বিশ্বকাপের ইতিহাসে প্ৰথমবার খেতাব অক্ষুন্ন রাখতে পারবে ফ্রান্স? একাধিক প্ৰশ্ন, পাল্টা প্রশ্নে সরগরম বিশ্ব ফুটবল। নাকি ফেভারিট না হয়েও চ্যাম্পিয়নে শিরোপা মাথায় চাপাবে পর্তুগাল।

Advertisment

তবে সুপার-কম্প অপটা বলছে, দু-দশক পর এবার চ্যাম্পিয়ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ইতিহাসের সর্বোত্তম দল হিসেবে কাতার বিশ্বকাপেই নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারে ব্রাজিল। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রত্যেক দলের সাম্প্রতিক পারফরম্যান্স, ফুটবল ইতিহাস বিশ্লেষণ করে এই ভবিষৎবাণী করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিপক্ষ দলের শক্তি-দুর্বলতা যাচাই করেই প্রত্যেক ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: এক টাকাও লাগবে না, ভারতে বসেই ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখুন ফ্রিতে! জানুন গোপন কৌশল

অঙ্কের হিসাবে ব্রাজিলের বিজয়ী হওয়ার সম্ভবনা ১৬ শতাংশ। তারপরেই চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বেশি সম্ভবনা রয়েছে আর্জেন্টিনা (১৩ শতাংশ)। এরপরে যথাক্রমে রয়েছে ফ্রান্স (১২ শতাংশ), স্পেন (৯ শতাংশ) এবং ইংল্যান্ড (৯ শতাংশ)। ২০১৮ বিশ্বকাপের রানার্স দল ক্রোয়েশিয়ার গতবারের পারফরম্যান্স পুনরাবৃত্তি ঘটানোর সম্ভবনা মাত্র ৪ শতাংশ।

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেই কঠিন লড়াই! বিশ্বকাপে নেইমারের ব্রাজিলের কোন ম্যাচ, কবে কোথায়, কখন দেখবেন

এর আগে ইএ স্পোর্টসের তরফে একইভাবে ভবিষৎবাণী করা হয়েছিল। ইএ স্পোর্টসের বিশ্লেষণ অনুযায়ী মেসির আর্জেন্টিনার সর্বাধিক সম্ভবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলেও সেই ফলাফল প্রকাশ করেছিল ইএ স্পোর্টস। ঘটনা হল, গত একদশক ধরেই ফিফা গেমস নির্ভুলভাবে প্রত্যেক সংস্করণের বিজয়ীর নাম ঘোষণা করেছে। তাঁদের ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ করেই ২০১০-এ স্পেন, ২০১৪-য় জার্মানি এবং ২০১৮-য় চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এবার অপটার ব্রাজিল নাকি ইএ স্পোর্টস অনুযায়ী, আর্জেন্টিনা জয়ী হয়, সেটাই আপাতত দেখার।

brazil FIFA World Cup FIFA World Cup. Football FIFA
Advertisment