গ্রুপ পর্বের যুদ্ধ শেষ। এবার নকআউট লড়াইয়ের অভিযান শুরু হয়ে যাচ্ছে শনিবার রাত থেকেই। গ্রুপ পর্বে তুল্যমূল্য লড়াইয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ১৬টি দল। অনেক অঘটনের সাক্ষী থেকেছে কাতারের গ্রুপ পর্ব। যেখানে বেলজিয়াম, জার্মানি, মেক্সিকো, উরুগুয়ের মত তারকা খচিত দলের বিদায় ঘটে গিয়েছে। এশীয় শক্তির উত্থান ঘটিয়ে নকআউটে পৌঁছে গিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপানের মত দল। সৌদি আরব গ্রুপ পর্বের বাধা পেরোতে না পারলেও সৌদির হাতে হার হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে। ইরানও গ্যারেথ বেলের ওয়েলশকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছে।
অঘটনের বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল সকলেই হেরেছে ক্রমতালিকায় নিচের দিকে থাকা তিউনিশিয়া, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, জাপানের মত দলের কাছে। ঘটনা হল, গ্রুপ পর্বে কোনও দলই তিনটে ম্যাচ জিতে পরের পর্বে উঠতে পারেনি।
আরও পড়ুন: ব্রাজিলের দর্প চূর্ণ করে জয় ক্যামেরুনের! ঘুম পাড়ানি ফুটবলে বিরক্ত করলেন সেলেকাওরা
ডিসেম্বরের ৩ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রি কোয়ার্টার ফাইনালের আসর বসবে বিশ্বকাপের আট ভেন্যুতে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, আটটি গ্রুপের শীর্ষস্থানে থাকা দলগুলি মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্স দলের। আটটি গ্রুপে শীর্ষস্থানে ফিনিশ করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, জাপান, মরক্কো এবং পর্তুগাল। রানার্স হয়েছে সেনেগাল, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, স্পেন, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া।
এখন দেখে নেওয়া যাক, কোন দলের মুখোমুখি কোন দল-
ডিসেম্বর ৩: নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
ডিসেম্বর ৪: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
ডিসেম্বর ৪: ফ্রান্স বনাম পোল্যান্ড
ডিসেম্বর ৫: ইংল্যান্ড বনাম সেলেগাল
ডিসেম্বর ৫: জাপান বনাম ক্রোয়েশিয়া
ডিসেম্বর ৬: ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া
ডিসেম্বর ৬: মরক্কো বনাম স্পেন
ডিসেম্বর ৭: পর্তুগাল বনাম সুইজারল্যান্ড