Advertisment

একদশকের বেশি সময় ধরে খেলেছেন মেসির পাশে! বিশ্বকাপ ফাইনালের আগেই অবসর নিলেন কাঁদিয়ে

মেসির সঙ্গে বছরের পর বছর খেলা তারকা বিদায় জানালেন ফুটবলকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

একদশকের বেশি সময় ধরে স্পেনের মাঝমাঠের স্তম্ভ হয়ে উঠেছিলেন। ২০১০-এ জাতীয় দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতেও সাহায্য করেন। সেই সের্জিও বুসকেতস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। ওয়ার্ল্ড কাপ তো বটেই ইউরো জয়ী এই মিডফিল্ডার স্পেনের জার্সিতে ১৪৩ ম্যাচ খেলেছেন। স্পেনের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার নিরিখে বুসকেতস রয়েছেন সের্জিও রামোস (১৮০) এবং ইকের ক্যাসিয়াসের (১৬৭) ঠিক পিছনেই।

Advertisment

ইনস্টাগ্রামে শুক্রবার স্প্যানিশ তারকা লিখেছেন, "সর্বোচ্চ পর্যায়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, ওয়ার্ল্ড এবং ইউরো চ্যাম্পিয়ন হওয়া ভীষণ সম্মানের। কখনও সাফল্য কম এসেছে কখনও বেশি। তবে সবসময় নিজের সেরাটা দিয়েছি।"

আরও পড়ুন: মেসির হাতে কাপ উঠলেও সেলিব্রেট করবে না আর্জেন্টিনায় লিওনেলের গ্রাম! কারণ জানলে দুঃখ হবে খুব

কাতারে স্পেন দলের অধিনায়ক ছিলেন তিনি। মরোক্কা ম্যাচে সকলকে আশ্চর্য করে পেনাল্টি নষ্ট করাদের তালিকায় তিনিও নাম লেখান। দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের হয়ে একমাত্র তিনিই জাতীয় দলের হয়ে খেলে চলেছিলেন। সেই অর্থে স্পেনের একটা প্রজন্মের অবসান ঘটল। ২০১২-য় ইউরো জয়ী দলের হয়ে একমাত্র জর্দি আলবা খেলে চলেছেন। জাভি এবং ইনিয়েস্তার পাশে তারকা মিডফিল্ডার মহীরুহ হয়ে উঠেছিলেন বার্সেলোনা এবং স্পেনের জাতীয় দলের।

দ্রুতগতির ছিলেন। গোল করার দক্ষতার ক্ষেত্রেও খামতি ছিল। তবে বল দখলের লড়াইয়ে ওয়ান টু ওয়ান ডুয়েলে হোক বা টাইট মার্কিং পেরিয়ে পাস বাড়ানোর ক্ষেত্রে তিনি ছিলেন একমেবাদ্বিতীয়ম। স্পেন এবং বার্সেলোনার তিকিতাকার অপরিহার্য অংশ ছিলেন তিনি। স্পেনের হয়ে জোড়া খেতাব তো বটেই বার্সেলোনার হয়েও বেশ কয়েকবার লা লিগা এবং তিনটে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে নেইমারের মুখে ভারতের নাম, আদায় করলেন গোটা দেশের ভালবাসা

চলতি মরসুমের শেষেই বুসকেতসের সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। সম্ভবত মেজর সকার লিগে নাম লেখাতে চলেছেন ৩৪ বছরের মিডফিল্ডার।

Barcelona FIFA World Cup Spain FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment