কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস টাইব্রেকার শ্যুট আউটে হার হজম করতে হয়েছে ব্রাজিলকে। টানটান ম্যাচ ১২০ মিনিটের লড়াই-ও পৃথক করতে পারেনি দুই দলকে। শেষমেশ পেনাল্টি শ্যুট আউটে বিদায় ঘটে ব্রাজিলের।
সেই ম্যাচেই টাইব্রেকারে শট নিতে দেখা যায়নি নেইমারকে। হেরে যাওয়ার পরেই যা নিয়ে সমালোচনার ঢেউয়ে ভেসে গিয়েছিলেন সেলেকাও বস। ক্রোয়েশিয়ার হয়ে টানা চারটে স্পটকিক থেকে গোল করে যান মিসলাভ অরসিচ, লুকা মদ্রিচ, লোভরো মাজের এবং নিকোলা ভ্লাসিচ। তবে এডুকেশন সিটি স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে দুঃস্বপ্নের টাইব্রেকার অধ্যায়ের সূচনা করেন রদ্রিগো। তিনি মিস করার পরে পেদ্রো এবং ক্যাসেমিরো গোল করে যান। তবে মার্কুইনোহসের শট পোস্টে আছড়ে পড়ে।
আরও পড়ুন: মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সেই রেফারিকেই লাল কার্ড দেখাল ফিফা
নেইমারকে টাইব্রেকারে শট না নেওয়ায় তিতের স্ট্র্যাটেজি নিয়ে প্ৰশ্ন উঠে গিয়েছিল। তবে ম্যাচের শেষে তিতে জানিয়ে দেন, নেইমার পঞ্চম শট-টেকার হিসাবে ভাবনায় ছিল দলের। কারণ ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় পঞ্চম শট-ই। "দলের সবথেকে বেশি কোয়ালিটি এবং মানসিকভাবে যে শক্তপোক্ত তাঁকেই পঞ্চম শটের জন্য ভাবা হয়েছিল।"
ম্যাচের টেম্পো বরাবর নিয়ন্ত্রণ করে গিয়েছিলেন ক্রোটরা। মাঝমাঠে ব্রজভিচ, লুকা মদ্রিচদের কাছে পাত্তাই পাননি ক্যাসেমিরোরা। তবে ব্রাজিলিয়ান ডিফেন্সকে পেরিয়ে গোল-ও করতে পারেনি ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: হাত মেলাতে গিয়ে মেসির কাছে অসম্মানিত! ডাচ তারকা বিষ্ফোরকভাবে জানালেন ঝামেলার জন্য দায়ী কে
অতিরিক্ত সময়ে নেইমার ব্যক্তিগত স্কিলের ঝলক দেখিয়ে গোল করে এগিয়ে দেন সাম্বা বাহিনীদের। তবে ম্যাচ শেষ হওয়ার ঠিক চার মিনিট আগে পেতকোভিচ সুপার-শটে সমতা ফিরিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান।
কোয়ার্টার ফাইনালে আরও একবার হারের পর ব্রাজিল কোচ তিতে সরে দাঁড়িয়েছেন ম্যানেজারের পদ থেকে। তিনি বিদায়ী বার্তায় জানিয়েছেন, "খুব হৃদয় বিদারক বিদায়ের সাক্ষী থাকতে হল আমাদের। তবে শান্তির সঙ্গেই আমার কোচিং মেয়াদ শেষ হচ্ছে। আমি দেড় বছর আগেই ঠিক করে নিয়েছিলাম কাতার বিশ্বকাপের পর সরে যাব। আমি এমন নই যে এখানে জিতে ম্যানেজারের পদ আঁকড়ে বসে থাকব। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন।"