India vs Kuwait, Sunil Chhetri Farewell Highlights: বিদায় বেলা মোটেও স্মরণীয় হয়ে থাকল না সুনীলের। ঘরের মাঠে কুয়েতকে হারলেই ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে পৌঁছনো নিশ্চিত করে ফেলত ভারত। তবে হতশ্রী পারফরম্যান্স ভারতকে সেই সুযোগ দিল না। সল্ট লেক স্টেডিয়ামে ভারত কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র করল। এখনও যদিও বেঁচে ভারতের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর স্বপ্ন। তবে সেক্ষেত্রে ভারতকে অপেক্ষা করতে হবে আফগানিস্তান বনাম গ্রুপ টেবিলের শীর্ষে থাকা কাতারের বিপক্ষে ম্যাচের জন্য। সেই ম্যাচে আফগানিস্তান পয়েন্ট খোঁয়ালেই ভারত পৌঁছে যাবে তৃতীয় রাউন্ডে।
সুনীল ছেত্রীর আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার যুবভারতীতে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় একাদশ। প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ কুয়েত। কিন্তু, তারপরও 'কুছ পরোয়া নেহি' মনোভাব নিয়ে সমানতালে লড়ে গেলেন অকুতোভয় সুনীলের ছেলেরা। আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে একের পর এক প্রতিআক্রমণে নাজেহাল করে ছাড়ল কুয়েতকে।
যুবভারতীর কয়েক হাজার দর্শকের উচ্ছ্বাসের মধ্যেই শুরু থেকে আক্রমণে নেমেছিল কুয়েত। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ তৈরি করে ফেলেছিলেন কুয়েতের আহাম। এরপর ম্যাচের চার মিনিটের মাথায় কুয়েতের আবদুল্লাহর শট মাঠের বাইরে চলে যায়। পালটা ম্যাচের ১১ মিনিটে বাঁদিক থেকে উঠে গিয়ে কোলাসো বল স্কোয়ার করেন। যা পৌঁছয় সুনীল ছেত্রীর কাছে। তাঁর মারা বল হাসান আলানেজির পায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। অনিরুদ্ধ থাপার কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে হেড করেছিলেন আনোয়ার আলি। যা অল্পের জন্য বাইরে চলে যায়।
তবে ম্যাচ যত এগিয়েছে, ম্যাচে উত্তেজনার পারদ চড়েছে। কুয়েতের বডি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা, জিমের কসরতে পরিপুষ্ট সুনীলের ছেলেরা রুখে দেয়। সঙ্গে যুক্ত হয়েছিল যুবভারতীর গর্জন। তার মধ্যেই বারবার কোচ ইগর স্টিম্যাচের উদ্বেগ সামনে চলে আসে। তিন সপ্তাহের প্রস্তুতি শিবিরে পইপই করে শেখানো ট্যাকটিকসে ভুলচুক দেখলেই রিজার্ভ বেঞ্চ ছেড়ে তিনি সাইড লাইনের ধারে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যান বারবার। শেষ পর্যন্ত প্রথম গোলশূন্যভাবে শেষ হয় ভারত-কুয়েত ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে অনিরুদ্ধ থাপার জায়গায় নামেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। সাহালের জায়গায় রহিম আলি। এই সময় কুয়েতের আলহারবির বাঁ দিক করা ক্রস ডানদিকে লাফিয়ে সেভ করেন গুরপ্রীত। এরপরই কাউন্টার অ্যাটাকে কুয়েতের বক্সে পৌঁছে যায় ভারত। কিন্তু, রহিমের শট বাঁচিয়ে দেন কুয়েতের গোলরক্ষক আবদুল গফুর। এর কিছু পরেই রাহুল ভেকের বাড়ানো বল বাইরে মারেন রহিম। এর কয়েক মিনিট পরেই রহিমকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অ্যালানেজি। ব্রেন্ডনের কর্নার ভেকে হেড করলে গফফুর ধরে ফেলেন।
আরও পড়ুন- ভারত ম্যাচের আগেই হোটেল বদলাল পাকিস্তান, বিশ্বকাপে গিয়ে বেনজির কাণ্ড বাবর বাহিনীর
এরপর ভারতীয় কোচকে আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠতে দেখা যায়। তিনি সাইড লাইনের ধারে গিয়ে চিৎকার করে হাত-পা নাড়িয়ে খেলোয়াড়দের নির্দেশ দিতে শুরু করেন। লিস্টন কোলাসোর জায়গায় নামানো হয় মনবীরকে। জয় গুপ্তর জায়গায় নামেন লালরিন্ডিকা। ইনজুরি টাইমে গোলের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু, তা নষ্ট করেন রহিম আলি।