/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Mohun-Bagan-tent.jpg)
সামনেই ক্লাবের নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। আর শেষদিনেই ধুন্ধুমার। কোনও রাজনৈতিক নির্বাচন নয়। মোহনবাগানের ক্লাব নির্বাচন। শনিবার যে ঘটনায় তুলকালাম ময়দান চত্ত্বর। ভাঙচুরের মুখে পড়ল সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িও।
ক্লাবের নির্বাচনে অংশগ্রহণকারী দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেনজির মারপিটের ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসনও। আহত হয়েছেন তিনজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত আসেন ময়দান থানার পুলিশ।
বিকাল পাঁচটা পর্যন্ত নিয়মমাফিক ক্লাবে মনোনয়ন জমা দেওয়া যেত। তবে দুপুরের পর থেকেই মোহনবাগান ক্লাবের আশেপাশে ভিড় জমতে শুরু করে। শেষমেশ যুযুধান দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি বেঁধে যায়। তবে কোন পক্ষ কার নির্দেশে এভাবে ব্যাট, উইকেট নিয়ে পরস্পরের ওপর আক্রমণ চালালো, তা স্পষ্ট নয়।
জানা গিয়েছে, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতেই ক্লাবের তরফে ফোন করা হয় ময়দান থানার পুলিশকে। তারাই ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের তরফে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।