তিনি মাঠে ভুল করলেই গ্য়ালারি এমএস ধোনির নামে আওয়াজ তুলেছে। সম্প্রতি ঋষভ পন্থের সঙ্গে এমনটাই ঘটে আসছে ভারতের একাধিক স্টেডিয়ামে।
ভারত অধিনায়ক বিরাট কোহলিও মাঠে দাঁড়িয়ে দর্শকদের এই প্রতিক্রিয়ার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্য়াচ দেখল উলটপুরাণ! খোদ ধোনির ডেরায় দর্শক পন্থের নামে তুলল শব্দব্রহ্ম।
আরও পড়ুন-পন্থ ক্য়াচ ফসকাতেই গ্য়ালারিতে “ধোনি…ধোনি“ রব, দর্শকদের কড়া বার্তা কোহলির
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামকে ধোনির ঘরের মাঠ বললেই চলে। আইপিএলের সৌজন্য়ে চিপক মাহির হোম গ্রাউন্ড। চেন্নাই সুপার কিংসের অধিপতির নামেই এই মাঠ আওয়াজ তুলেছে। কিন্তু এবার পুুরো অন্য় চিত্র।
উইকেটকিপিং এবং ব্য়াটিং। এর একটিতেও সম্প্রতি ছাপ রাখতে পারছিলেন না ঋষভ পন্থ। ফলে স্ক্য়ানারের নিচে এসেছিলেন দেশের তরুণ তুর্কী। কিন্তু টিম ম্য়ানেজমেন্টের অগাধ আস্থা ছিল তারওপর। আর চিপকে তারই প্রতিদান দিলেন পন্থ।
আরও পড়ুন-ধোনির জায়গায় পৌঁছতে পন্থের ১৫ বছর লাগবে: সৌরভ গঙ্গোপাধ্য়ায়
ভারতের ২৮৭ রানের মধ্য়ে পন্থের ব্য়াট থেকে এসেছিল ৭১। দলের সর্বোচ্চ স্কোরার হন তিনি। কেরিয়ারের প্রথম ওয়ানডে ফিফটির সুবাদে ভারতের ডিজাস্টার ম্য়ানেজমেন্টের কাজটা করেন তিনি। পন্থ যখন ব্য়াট করতে এসেছিলেন তখন ভারতের স্কোর ছিল ১৯ ওভারে ৮০/৩। তিনি যখন ৪০ ওভারে আউট হয়ে যান তখন ভারতের স্কোর ২১০/৫। শ্রেয়স আয়ারের সঙ্গে ১১৪ রানের পার্টনারশিপ করে আউট হন তিনি।