/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/t20.jpg)
অলিম্পিক দেখতে চান? জেনে নিন টিকিটের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম কত
আর কয়েক'টা মাসের অপেক্ষা। তারপরেই জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিক। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' বলেই পরিচিত বিশ্বের সবেচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট। টোকিও অলিম্পিকের দামামা বেজে গেল। বৃহস্পতিবার থেকে প্রথম রাউন্ডের টিকিট বিক্রি শুর করল আয়োজক সংস্থা। তবে এই মুহূর্তে শুধু জাপানের বাসিন্দারাই টিকিট কাটতে পারবেন অনলাইনে। আগামী ১৫ জুন থেকে টিকিট কাটার সুযোগ পাবে বিশ্বের অন্য দেশগুলি।
For those living outside of Japan, you will soon be able to order tickets through Authorised Ticket Resellers (ATR), they will announce the starting date for ticket sales in due course. Click the link below for more details: https://t.co/5aeb145My9pic.twitter.com/j94HqjVlYO— #Tokyo2020 (@Tokyo2020) April 18, 2019
আরও পড়ুন: অলিম্পিকের স্বীকৃতি পেল কিকবক্সিং, খেলার ভবিষ্য়ত নিয়ে কী ভাবছে সর্বভারতীয় ফেডারেশন
আগামী বছর ২৪ জুলাই থেকে ৯ অগস্ট পর্যন্ত চলবে অলিম্পিক। টিকিদের দাম শুরু হচ্ছে ২৫০০ জাপানি ইয়েন থেকে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৫৯৩ টাকার। সর্বোচ্চ টিকিদের দাম ৩০০,০০০ ইয়েন। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানেও প্রযোজ্য এই টিকিটের দাম।