scorecardresearch

বড় খবর

টেস্ট ক্রিকেটেও ঢুকে পড়ল নাম-নম্বর লেখা জার্সি

এই প্রস্তাব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমতি সাপেক্ষ, কিন্তু যা বোঝা যাচ্ছে, ১ অগাস্ট এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে এই নতুন জার্সি পরেই নামবেন খেলোয়াড়রা।

টেস্ট ক্রিকেটেও ঢুকে পড়ল নাম-নম্বর লেখা জার্সি

ভাঙতে চলেছে ১৪২ বছরের ক্রিকেট ঐতিহ্য। সৌজন্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দলের জার্সির পেছনেই এবছর অ্যাশেজ সিরিজে নাম এবং নম্বর লেখা থাকবে বলে সূত্রের খবর। বলা বাহুল্য, টেস্ট ক্রিকেটে এই প্রথমবার কোনো দল জার্সিতে নাম-নম্বর লিখিয়ে মাঠে নামবে।

ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার এই যৌথ প্রস্তাব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমতি সাপেক্ষ, কিন্তু যা বোঝা যাচ্ছে, ১ অগাস্ট এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে এই নতুন জার্সি পরেই নামবেন খেলোয়াড়রা। উল্লেখ্য, এই টেস্ট ঐতিহাসিক হয়ে থাকবে আরও একটি কারণে – আইসিসি-র নতুন উদ্ভাবন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এটিই প্রথম টেস্ট ম্যাচ।

সেই ১৮৭৭ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ। সেদিন থেকে আজ পর্যন্ত সাদা বা ঘিয়ে রঙের পোশাকেই খেলা হয়ে এসেছে টেস্ট ক্রিকেট, যদিও একদিনের ক্রিকেটে নাম-নম্বর লেখা জার্সির প্রচলন হয় কয়েক দশক আগেই।

অস্ট্রেলিয়াতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বহুদিন ধরেই মাঠে ঢুকে পড়েছে রঙিন পোশাক। ১৯৭০-এর দশকের শেষাশেষি চালু হয় ওয়ার্লড সিরিজ ক্রিকেট। সেই প্রথম রঙিন পোশাকে মাঠে নামেন ক্রিকেট খেলোয়াড়রা। একই দৃশ্য দেখা যায় ১৯৯২-এর বিশ্বকাপেও, ওই টুর্নামেন্টে প্রথমবার। সেবার খেলোয়াড়দের নাম সেলাই করে দেওয়া হয় শার্টের ওপরের দিকে, ১৯৯৯ সালে তার সঙ্গে জুড়ে দেওয়া হয় স্কোয়াড নম্বর।

এদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ২০০৩ থেকেই নাম এবং নম্বর লেখা জার্সি পরে মাঠে নামছেন ক্রিকেটাররা। এর ফলে দর্শক ও মিডিয়া, উভয়ের পক্ষেই দূর থেকে খেলোয়াড় চেনা সহজ হয়ে গেছে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: First time jersey number ashes test cricket england australia