দক্ষিণ আফ্রিকা হয়তো কখনও ক্রিকেট বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু তাদের ক্রিকেট ইতিহাস বলছে যে, বাইশ গজের তাবড় ফাস্টবোলারদের অনেকেই ওই দেশের। নয়ের দশকের শুরু থেকে এখনও পর্যন্ত সব আগুন ঝলসালো পেসারদের উপহার দিয়েছে প্রোটিয়া।
Advertisment
এমনকী ভারতের মতো স্পিনিং সহায়ক ট্র্য়াকেও তাদের পেসাররা ফুল ফুটিয়েছেন। এই মুহূর্তে ভারতের মাটিতে সফররত দক্ষিণ আফ্রিকা। ১৯৯১-২০১৫ পর্যন্ত ২৮টি ওয়ান-ডে ম্য়াচ হয়েছে এই দুই দেশের মধ্য়ে। ভারতের মাটিতে প্রোটিয়া ১৩ বার জিতেছে ও ১৫ বার হেরেছে। ফিরে দেখা তাঁদের সেরা পাঁচ বোলারকে। যাঁরা ভারতের মাটিতে দুর্দান্ত সফল হয়েছেন।
১) অ্যালান ডোনাল্ড
২) ডেইল স্টেইন
ডোনাল্ডের মতোই ভারতের মাটিতে সমসংখ্য়ক উইকেট রয়েছে তাঁর। স্টেইনের বোলিং গড় ২৭.১৬। কিন্তু স্টেইনের এই বোলিং গড় বা ইকনমি রেটের (৫.৭৭) জন্য় তাঁকে দোষারোপ করা যায় না। টি-২০ ক্রিকেটের প্রাদুর্ভাবে পিচ অনেক বেশি পাটা হয়ে গিয়েছে শেষ কয়েক বছরে। স্টেইনও ভারত সফরে এসে দুরন্ত সফল হন। ইন্ডিয়ার বিরুদ্ধে একবার পাঁচ উইকেট নিয়েছিলেন ৫০ রান দিয়ে। এটাই তাঁর সেরা পারফরম্য়ান্স। ভারতে তিনি মোট ১৮টি ওয়ানডে খেলেছেন। ৩৪টি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু বিদেশের মাটিতে কিম্বা তাঁর নিজের দেশে এই পরিসংখ্য়ানটাই বদলে গিয়েছে।