লঙ্কান প্রিমিয়ার লিগ ঘোষণা হওয়ার এক সপ্তাহের মধ্যেই বড়সড় ধাক্কা। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন পাঁচজন বিদেশি ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন ফাফ ডুপ্লেসিস, আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, ডেভিড মালান এবং কেকেআরকে ২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন করা মনবিন্দর বিসলা। প্রোটিয়াজ দুই তারকা ডুপ্লেসিস এবং ডেভিড মালান ইংল্যান্ড সিরিজের জন্য খেলতে পারবেন না। তবে কেকেআরের রাসেল জানিয়েছেন, হাঁটুতে চোটের কারণে তিনি শ্রীলঙ্কায় যেতে পারবেন না।
পঞ্চম ক্রিকেটার হিসেবে লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করেছেন ৩৫টি আইপিএল ম্যাচ খেলা মনবিন্দর সিং বিসলা। টুর্নামেন্টের ডিরেক্টর রবিন বিক্রমারত্নে ইএসপিএন ক্রিকইনফো-কে জানিয়েছেন, যে ফ্র্যাঞ্চাইজির হয়ে নথিভুক্ত হয়েছিলেন সংশ্লিষ্টরা তাঁদের পরিবর্ত হিসাবে অন্য বিদেশিদের নেওয়ার সুযোগ থাকছে তাঁদের কাছে।
আরো পড়ুন: শাহরুখকে টেক্কা দিতে এবার ফ্র্যাঞ্চাইজি মালিক সালমান, গেইল খেলবেন ভাইজানের দলে
মিলার, দু প্লেসিস, রাসেল, মালান-প্রত্যেকেরই মার্কি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে যোগ দেওয়ার কথা ছিল। সবথেকে বেশি সমস্যায় পড়েছে কলম্বো কিংস। এই ফ্র্যাঞ্চাইজিতেই নাম লিখিয়েছিলেন রাসেল, দু প্লেসিস এবং বিসলা। মালানের দল জাফনা স্ট্যালিয়ন।
কেকেআরের জার্সিতে মনবিন্দর বিসলা
প্রথমবারের লঙ্কান প্রিমিয়ার লিগে পাঁচটি দল রয়েছে- কলম্বো কিংস, ডাম্বুলা হকস, গল গ্লাডিয়েটর্স, জাফনা স্টালিয়ন এবং ক্যান্ডি টাসকার্স। সালমান খান নিজেও এলপিএল-এ দল কিনেছেন। ভাইজানের ক্যান্ডি দলে রয়েছেন ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, কুশল মেন্ডিসের মত তারকারা।
লঙ্কান প্রিমিয়ার লিগে আর যে সমস্ত বিদেশি তারকারা যোগ দিচ্ছেন তাঁরা হলেন- শোয়েব মালিক (জাফনা স্টালিয়ন), ডেভিড মিলার, কার্লোস ব্রেথওয়েট (ডাম্বুলা হকস), আন্দ্রে রাসেল, ফাফ ডুপ্লেসিস, এঞ্জেলো ম্যাথিউজ (কলম্বো কিংস), লাসিথ মালিঙ্গা, শাহিদ আফ্রিদি, কলিন ইনগ্রাম, মহম্মদ আমের (গল গ্ল্যাডিয়েটর্স)।
লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে নভেম্বরের ২১ তারিখ থেকে। শেষ হবে ডিসেম্বরের ১২ তারিখ। গত সপ্তাহেই ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন