Footballer Death News: মাত্র ২১-য়েই সব শেষ! সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তারকা ফুটবলার

Billy Vigar Death News: আর্সেনালের প্রাক্তন ফুটবলার বিলি ভিগার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চেসেস্টার সিটি-র হয়ে খেলার সময় তাঁর ব্রেন সার্জারি হয়েছিল। কিন্তু, অপারেশনের পর তাঁকে আর প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

Billy Vigar Death News: আর্সেনালের প্রাক্তন ফুটবলার বিলি ভিগার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চেসেস্টার সিটি-র হয়ে খেলার সময় তাঁর ব্রেন সার্জারি হয়েছিল। কিন্তু, অপারেশনের পর তাঁকে আর প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Footballer Death

ছবিটি প্রতীকী

Footballer Death: মাত্র ২১ বছর বয়সেই শেষ হয়ে গেল সবকিছু। আর্সেনালের (Arsenal) প্রাক্তন ফুটবলার বিলি ভিগার (Billy Vigar) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চেসেস্টার সিটি-র হয়ে খেলার সময় তাঁর ব্রেন সার্জারি হয়েছিল। এরপর তাঁকে হেলিকপ্টারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিপূর্বে, চিকিৎসকেরা জানিয়েছিলেন যে বিলি কোমায় চলে গিয়েছে। অবশেষে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisment

Indian Footballer Death News: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ, চিরনিদ্রার দেশে ভারতীয় ফুটবলার

২০০৩ সালে জন্মগ্রহণ করেছিলেন বিলি ভিগার। ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ ছিল। আর সেকারণে এই খেলাকেই তিনি নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ফুটবল খেলাকে তিনি কতটা ভালবাসতেন, সেটা আঁচ করা একেবারেই সম্ভব নয়। মাত্র ১৪ বছর বয়সেই তিনি আর্সেনালের যুব অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে প্রথমবার পেশাদার চুক্তি সই করেছিলেন।

Advertisment

Footballer Death: খাবারের লাইনে দাঁড়ানোই কাল, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার

এই ঘটনায় ভেঙে পড়েছে ভিগারের পরিবার

বিলি ভিগারের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসতেই তাঁর পরিবারের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'শনিবার ভিগারের গুরুতর ব্রেন ইনজুরি হয়েছিল। এরপর ও কোমায় চলে যায়। এরপর গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ওর অপারেশন হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে।'

Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ সবকিছু, না ফেরার দেশে কিংবদন্তী ফুটবলার

স্থগিত করা হয়েছে ক্লাবের ম্যাচ

এই শোকসংবাদ প্রকাশ্যে আসতেই আগামী ২৭ সেপ্টেম্বর আয়োজিত ম্য়াচ স্থগিত করা হয়েছে। ইস্থমিয়ন লিগ প্রিমিয়ার ডিভিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই সপ্তাহে আয়োজিত প্রত্যেকটা ম্য়াচের আগে ১ মিনিটের নীরবতা পালন করা হবে। প্রত্যেক ফুটবলার কালো রংয়ের আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন।

Footballer Death News: মাত্র ২৮-য়েই থামল পথচলা, মৃত ফুটবলারের জন্য 'মানবিক সিদ্ধান্ত' নিল ক্লাব কর্তৃপক্ষ

শোকবার্তা জ্ঞাপন করেছে আর্সেনাল

আর্সেনাল তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই শোকসংবাদ প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, 'এই খবর প্রকাশ্যে আসতেই আর্সেনালের প্রত্যেক ফুটবলার বড়সড় মানসিক ধাক্কা পেয়েছে। এই কঠিন সময়ে ওর পরিবারের প্রতি আমাদের ভালবাসা এবং সমবেদনা রইল। ঈশ্বর বিলির আত্মাকে শান্তি দিক।'

Footballer Death Arsenal Billy Vigar