Advertisment

Footballer death during the match: ক্রীড়াদুনিয়ায় শোকের ছায়া, ম্যাচ চলাকালীন মাঠেই বজ্রাঘাতে মৃত্যু ফুটবলারের

Footballer lightning death: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বজ্রাঘাতের পরও ওই ফুটবলার বেঁচে ছিলেন। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়াও হয়। কিন্তু, বাঁচানো যায়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Footballer death, Indonesia, death by lightning

Footballer death-Indonesia-death by lightning: এবারের ঘটনার পর অনেকেই অভিযোগের আঙুল তুলছেন রেফারির দিকে। কারণ রেফারি আইন অনুযায়ী, ম্যাচ চালিয়ে যাওয়া বা না-যাওয়া নির্ভর করে সম্পূর্ণরূপে রেফারির ওপর। (স্ক্রিন গ্র্যাব)

Footballer death by lightning: প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই বজ্রাঘাতে মৃত্যু হল এক ফুটবলারের। মাঠে উপস্থিত ক্যামেরা এবং দর্শকদের মোবাইলে সেই দৃশ্য ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ফুটবলারের নাম সেপ্টেইন রাহারজা। বয়স ৩৫ বছর। মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বজ্রাঘাতের পরও ওই ফুটবলার বেঁচে ছিলেন। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়াও হয়। কিন্তু, বাঁচানো যায়নি। কারণ, দেহের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ফুটবলার এফবিআই সুবাং দলে খেলতেন। ঘটনার সময় সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে এফসি বান্দুংয়ের সঙ্গে এফবিআই সুবাংয়ের প্রীতি ম্যাচ চলছিল। স্থানীয় সংবাদমাধ্যম পিআরএফএম নিউজ অনুযায়ী, এই অঞ্চলে খেলার মাঠে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা নতুন না। গত একবছরের মধ্যেই এমন ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ওই ঘটনায় সোয়েরাতিন অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্ট চলাকালীন এক ফুটবলার খেলার মাঠে বজ্রাঘাতে প্রাণ হারান। এবারের ঘটনাটি যেমন ঘটেছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায়। ২০২৩ সালে বজ্রাঘাতে ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছিল ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বোজোনেগোরো এলাকায়।

মাত্র কয়েক মাসের ব্যবধানে এমন ঘটনা ঘটায়, এবারের ঘটনার পর অনেকেই অভিযোগের আঙুল তুলছেন রেফারির দিকে। কারণ, রেফারি আইন অনুযায়ী, ম্যাচ চালিয়ে যাওয়া বা না-যাওয়া নির্ভর করে সম্পূর্ণরূপে রেফারির ওপর। রেফারি এক্ষেত্রে খেলা স্থগিতের কারণ হিসেবে খারাপ আবহাওয়াকে দায়ী করেন। নেদারল্যান্ডসেই যেমন গত ৮ ফেব্রুয়ারির সমস্ত ফুটবল ম্যাচ খারাপ আবহাওয়ার কারণে বাতিল করে দেওয়া হয়েছে। কারণ, জোরালো বাতাস বইছে। এতে খেলোয়াড় এবং দর্শকদের ক্ষতি হতে পারে। এই কথা মাথায় রেখেই খেলা বাতিল করা হয়েছে।

ব়য়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ, ক্লাবগুলো এবং পুরসভার সঙ্গে আলোচনা করা হয়েছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য খেলোয়াড় এবং দর্শকদের সঠিক নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। আর, সেই কারণেই যাবতীয় ম্যাচ বাতিল ঘোষণা করা হচ্ছে।

আরও পড়ুন- মোদির রাজ্যে ঢোকার আগেই বিপত্তি! পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনারকে হেনস্তার বিরাট ‘অভিযোগ’ বিমানবন্দরে

তবে, ইন্দোনেশিয়াকে দোষারোপ করা হলেও খেলার মাঠে বজ্রাঘাতে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা কিন্তু, শুধুমাত্র জাভায় ঘটেনি। ২০২৩ সালে একইভাবে ব্রাজিলেও খেলার মাঠে বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্রাজিলের যে ফুটবলার এই ঘটনায় মারা গিয়েছেন তাঁর নাম কাইও হেনরিক ডি লিমা গনকালভেস। ২১ বছর বয়সি ওই ফুটবলার ইউনিয়াও জাইরেন্স দলের হয়ে ঘটনার সময় খেলছিলেন। তখনই দক্ষিণ ব্রাজিলের পারানার ওই মাঠে বজ্রবিদ্যুতের আঘাতে ফুটবলারটি মাঠেই প্রাণ হারান।

Football brazil Indonesia Lightning Netherlands Death
Advertisment