/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Footballer-peeing-Viral-video.jpg)
Footballer peeing-Viral video: অতীতে আরও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ উঠেছে। (ছবি-স্ক্রিনগ্যাব)
Footballer urinates: অ্যাটলেটিকো আওয়াজুন বনাম ক্যান্টরসিলো এফসি কোপা পেরু ম্যাচে মাঠে 'প্রস্রাব' করার জন্য ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়েছে। ফুটবল মাঠে এই উদ্ভট ঘটনায় অভিযুক্ত ফুটবলারের নাম সেবাস্তিয়ান মুনোজ। কী কারণে ওই ফুটবলার এমন আচরণ করলেন, তা নিয়ে নানামত শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অনেকে মনে করছেন, হতাশার কারণেও ওই ফুটবলার এমন আচরণ করে থাকতে পারেন। যাইহোক, মুনোজের আচরণ পেশাদার ফুটবলে নজির গড়ল।
ঘটনাটি ঘটে ম্যাচের ৭১তম মিনিটে। ম্যাচের এই মুহূর্তে আওয়াজুনকে কর্নার কিক দেওয়া হয়। ক্যান্টরসিলো গোলরক্ষক লুচো রুইজের চোট লেগেছিল। যার জন্য ম্যাচটি সাময়িকভাবে বন্ধ ছিল। সেই সময় সেবাস্তিয়ান মুনোজ ইনজুরি বিরতির পরে আবার ম্যাচ শুরু হওয়ার আগে পতাকার কাছে অপেক্ষা করেছিলেন।
আরও পড়ুন- যুবরাজের ছয় ছক্কার রেকর্ড ভেঙে চুরমার! ১ ওভারেই ৩৯ রানের বিশ্বরেকর্ড! কীভাবে, রইল ভিডিও
সেই সময়ই মুনোজ মাঠের পাশে প্রস্রাব করেন। ক্যান্টরসিলোর খেলোয়াড়রা দ্রুত ঘটনাটি রেফারির নজরে আনেন। তিনি লাল কার্ড দেখালে মুনোজ মাঠ ছাড়েন। ঘটনাটি ক্যামেরাতেও ধরা পড়েছে। তবে, রেফারি লাল কার্ড দেখানোর পরও মুনোজ যে তা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি নিজের অপরাধও বুঝতে পারেননি। কিন্তু, শেষ পর্যন্ত মাঠের বাইরে বেরিয়ে যাওয়া ছাড়া তাঁর অন্য উপায় ছিল না।
𝐄𝐥 𝐟𝐮́𝐭𝐛𝐨𝐥 𝐬𝐮𝐝𝐚𝐦𝐞𝐫𝐢𝐜𝐚𝐧𝐨 𝐧𝐮𝐧𝐜𝐚 𝐝𝐞𝐣𝐚𝐫𝐚́ 𝐝𝐞 𝐬𝐨𝐫𝐩𝐫𝐞𝐧𝐝𝐞𝐫
🇵🇪 Cantorcillo vs Atlético Awajun de Copa Perú
🚽 Sebastián Muñoz (Atlético Awajun) es expulsado ¡¡por ponerse a orinar en el saque de esquina en pleno partido!! pic.twitter.com/Blve6VFIGS— Miguel Ángel García (@Miguelin_24_) August 18, 2024
এই প্রথম কোনও খেলোয়াড়কে এমন অপরাধে লাল কার্ড দেখতে হল, তা কিন্তু নয়। ২০১৭ সালে, সালফোর্ড সিটির গোলরক্ষক ম্যাক্স ক্রোকম্বকে লালকার্ড দেখানো হয়েছিল। সেই সময় তিনি ব্র্যাডফোর্ড সিটি এএফসি-এর বিরুদ্ধে একটি ম্যাচে প্রস্রাব করতে গিয়ে ধরা পড়েছিলেন। শুধু তাই নয়, ম্যানসফিল্ড ফরোয়ার্ড আদি ইউসুফ এবং জেনস লেহম্যানও এমন অপরাধের জন্য শাস্তি পেয়েছিলেন। তাঁরা ছাড়াও তালিকায় আরও কয়েকজন খেলোয়াড় আছে বলেই বিশেষজ্ঞদের দাবি।