ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে চিনা মোবাইল সংস্থা ভিভো। এবার সেই জায়গায় টাইটেল স্পনসর হিসেবে আসতে পারে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। এমনতাই সংস্থার এক আধিকারিক জানিয়েছেন।
পতঞ্জলি সংস্থা মূলত হরিদ্বারের একটি আয়ুর্বেদিক সংস্থা। এর মূল কর্ণধার বাবা রামদেব। সংস্থা সূত্রে খবর, কেবল মাত্র দেশের বাজারে নয় আইপিএল-এর টাইটেল স্পনসর হয়ে বিশ্ববাজারেও নিজেদের নাম প্রচার করতে চায় সংস্থা। এই খবর নিশ্চিত করে সংবাদসংস্থা পিটিআই-কে পতঞ্জলির মুখপাত্র বলেন, "আমরা বিষয়টি দেখছি। কারণ ভোকাল ফর লোকাল হল মূল ভাবনা। ভারতের ব্র্যান্ডকে বিশ্বের বাজারে তুলে ধরার এখন একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা সেই দিক থেকে বিষয়টি পর্যালোচনা করছি।"
আরও পড়ুন, আইপিএল থেকে সরল ভিভো, কতটা ধাক্কা খেল আর্থিক কাঠামো?
যদিও এখনও সবুজ সংকেত দেয়নি সংস্থা কিংবা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। জানা গিয়েছে, সোমবার এই সংস্থার কাছে আবেদন জানায় বিসিসিআই এবং ১৪ অগাস্টের মধ্যে লিখিত আবেদন জমা দেওয়ার কথা বলা হয়। পতঞ্জলি মুখপাত্র বলেন, "এখন আমরা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পথে।"
গত সপ্তাহেই আইপিএল-২০২০ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভিভো। ভারত-চিন সীমান্ত সংঘাত আবহ এবং দেশে চিনা পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞার বহরেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কী এবার দেশিয় ব্র্যান্ডে আস্থা রাখতে চাইছে বিসিসিআই? বাবা রামদেবের এই সংস্থার বার্ষিক টার্নওভার ১০ হাজার ৫০০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে লাভ তুলেছে ৮ হাজার ৩২৯ কোটি টাকা। এবার কি তবে 'পতঞ্জলি আইপিএল ২০২০' উত্তরের অপেক্ষায় ক্রিকেটমহল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন