Advertisment

বাংলার সুপারস্টারই এবার বাংলার রঞ্জি দলের হেড কোচ! মঙ্গলবারই হয়ত ঘোষণা সিএবির

প্রাক্তন অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লা বাংলার হেড কোচ হতে চলেছেন অরুণ লালের জমানা শেষের পর। কোচিং স্টাফে থাকছেন রামনও।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অরুণলালের বিদায়ের পর বাংলার কোচের নাম ঠিক হয়ে গেল। বাংলার সিনিয়র দলের হেড কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা। ব্যাটিং পরামর্শদাতা হতে চলেছেন ডব্লিউ ভি রামন। মঙ্গলবারই সিএবির তরফে কোচের নিয়োগ সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে।

Advertisment

বাংলার কোচ হিসেবে বেশ সফল ছিলেন অরুণলাল। ২০১৯/২০ মরশুমে রঞ্জি ট্রফির ফাইনালে নিয়ে গিয়েছিলেন দলকে। গত মরশুমে তাঁর কোচিংয়ে দল সেমিফাইনালে পৌঁছেছিল। তবে সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরে যায় বাংলা। এরপরই ক্লান্তির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি নেন অরুণলাল।

আরও পড়ুন: সুপ্রিমকোর্টে ধাক্কা ধোনির! বড়সড় আইনি ঝামেলায় সুপারস্টার

অরুণলাল সরে দাঁড়ানোর পরে সিএবি কর্তাদের প্ৰথম পছন্দের ছিলেন ওয়াসিম জাফর। তবে জাফর বর্তমানে বাংলাদেশের যুব দলের হেড কোচ। তারপরে সিএবি কর্তারা চাইছিলেন এমন একজনকে যার আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। এই সমীকরণেই সিএবি কর্তারা ভাবছিলেন এন্ড্রু ফ্লাওয়ার বা অভিষেক নায়ারের মত কাউকে। শেষপর্যন্ত কোচের সন্ধান নেমে দাঁড়ায় বাংলার প্রাক্তন দুই তারকা লক্ষ্মীরতন, অশোক দিন্দায়।

লক্ষ্মীরতন তিনটে ওয়ানডে, ১৩৭টি প্ৰথম শ্রেণির ম্যাচ, এবং ১৪১টি লিস্ট-এ ক্রিকেটে খেলেছেন। এর আগে বাংলার অনুর্দ্ধ-২৩ দলের দায়িত্বে ছিলেন লক্ষ্মীরতন। কোচিং পদেই ক্রমোন্নতি ঘটল তাঁর। সিএবি বর্তমানে এমন একজনকে কোচ করতে চাইছিল যিনি তরুণ এবং ড্রেসিংরুমে বেশ জনপ্রিয়। সেই সূত্র মেনেই মাত্র ৪১ বছরের লক্ষ্মীরতনের হাতে বাংলার দায়িত্ব।

অন্যদিকে তামিলনাড়ু এবং জাতীয় দলের প্রাক্তন ওপেনার ডব্লিউ ভি রামন এর আগে দুই পৃথক পৃথক স্পেলে বাংলার হেড কোচের দায়িত্বে ছিলেন। এবার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি।

Cricket Association Of Bengal cab
Advertisment