/indian-express-bangla/media/media_files/2024/12/05/oP7NXIV9ghNAAVD4WtO2.jpg)
Australian Cricket Team: অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম (ক্রিকেট অস্ট্রেলিয়া)
Former Australia opener Joe Burns named Italy captain: অস্ট্রেলিয়ান প্রাক্তন ব্যাটার জো বার্নসকে এবার ইতালির জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা হল। গত মে মাসেই ইতালিতে পাকাপাকিভাবে আস্তানা গেড়েছিলেন। এবার নেতাই হয়ে গেলেন সরাসরি। জুন মাসে ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ছাড়পত্র পেয়ে যান।
আসলে জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও মা আবার ইতালিয়ান। সেই সূত্রেই ইউরোপের এই দেশের নাগরিকত্ব আদায় করে নিয়েছেন বার্নস। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, "এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা দারুণ ব্যাপার। ইতালি ক্রিকেটাররা দারুণ সম্ভবনাময়। সকলের সঙ্গে একসঙ্গে দলের উন্নতিতে অবদান রাখতে চাই। সমর্থকদের গর্বিত করতে আমরা দল হিসেবে নতুন নতুন শৃঙ্গ অর্জন করব।"
Joe Burns has been appointed as the T20I captain of Italy. He will be leading them in the 2026 T20 World Cup Qualifiers.#T20WorldCuppic.twitter.com/hGcgLhtQXZ
— Aussies Army🏏🦘 (@AussiesArmy) December 5, 2024
ইতালি ক্রিকেট সংস্থার সভাপতি ফাবিও মারাবিনি প্রাক্তন অজি তারকা নেতা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেছেন, "প্ৰথম দিন থেকেই জো দলের কাছে চরম পেশাদারিত্ব তুলে ধরেছে। নিজের অভিজ্ঞতা, প্রতিদ্বন্দিতামূলক মানসিকতা দলের মধ্যে নিয়ে এসেছে। ও নেতা হতে রাজি হওয়াতেই স্পষ্ট আমরা ক্রিকেট নিয়ে কতটা সিরিয়াস ভাবনাচিন্তা করছি।"
আরও পড়ুন: আমাকে বুড়ো বলেছিল যশস্বী! জয়সওয়ালের অপমান নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন নাথান লিয়ন
অস্ট্রেলিয়ার হয়ে জো বার্নস খেলেছেন একমাত্র টেস্ট ফরম্যাটে। ২২ টেস্টে ১৪৪২ রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ না পেলেও বার্নস ইতালির হয়ে পাঁচটি টি২০-তে ২১১ করেছেন ৭০.৩৩ গড় এবং ১৪৪.৫২ স্ট্রাইক রেটে। টি২০ বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরিপিয় পর্বে রোমানিয়ার বিপক্ষে ৫৫ বলে ১০৮ রান করেছিলেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ILt20-তে দুবাই ক্যাপিটালসে খেলেছেন। আবার বিগ ব্যাশ কিংবা ভাইটালিটি ব্লাস্টে খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।