Bangladesh coup, Mahlshrafe Mortaza, Liton Das: গোটা বাংলাদেশ অশান্ত, কার্ফু জারি করা হয়েছিল। প্রধানমন্ত্রী হাসিনা কোনওরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন। সেনার অধীনে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগে শেষমেষ ইন্টারনেট পরিষেবা সচল করা গিয়েছে।
তবে হাসিনা প্রধানমন্ত্রীর কুর্সি থেকে পদত্যাগ করলেও অশান্তি থামার কোনও ইঙ্গিত নেই। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন প্রকাশ্যে ব্যাপক লুঠতরাজের সাক্ষী থেকেছে। একাধিক জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সোমবার। আলোকচিত্রীদের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। শিউরে উঠেছে গোটা বিশ্ব।
বাংলাদেশের চলমান অশান্তির মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল লিটন দাস। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছিল লিটন দাসের বাড়িতে নাকি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাইরাল হয়ে যাওয়া সেই পোস্টের বয়ান, "উনি লিটন দাস। বাংলাদেশের ক্রিকেটার, জাতীয় হিরো। সন্ত্রাসীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের এলিট হিন্দুদের অবস্থান এখন এটাই। তাহলে সাধারণ হিন্দুদের অবস্থা কেমন, স্রেফ ভাবা হোক।"
ঘটনা হল, এই দাবি মোটেও সত্য নয়। একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা রিভার্স ইমেজ সার্চ করে দেখেছেন, লিটন দাস নয়, জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যিনি সংসদে ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের একজন সাংসদ ছিলেন। ঢাকা ট্রিবিউন, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুষ্কৃতীরা নড়াইলের সাংসদ মাশরাফি মুর্তজার বাড়ি পুড়িয়ে দিয়েছেন। সেই প্রতিবেদনে মাশরাফির বাড়ির ছবিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আওয়ামি লিগের সাধারণ সচিব এমনকি জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতেও ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মাশরাফি মুর্তজার পাশাপাশি নড়াইল-৪ কেন্দ্রের সাংসদ ওসমান গনির বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
যাঁকে ঘিরে ক্রিকেট বিশ্ব গুজবে ছারখার, তিনি অবশ্য বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। লাল টেমপ্লেটের ছবি পোস্ট করে লিটন ক্যাপশনে লিখেছেন, "বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।"
বাংলাদেশ জাতীয় দলের অন্য এক তারকা মাহমুদুল্লাহ রিয়াদ চলতি অচলাবস্থা নিয়ে জানিয়েছেন, "আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।"