India Next Head Coach Hunt: টি২০ বিশ্বকাপের পর গুরু দ্রাবিড় অতীত হয়ে যাচ্ছেন। আর টিম ইন্ডিয়ার হেড কোচ থাকছেন না। নতুন কোচের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। ২৭ মে ছিল আবেদন করার শেষদিন।
এদিকে, দ্রাবিড়ের পরবর্তী হেড কোচ হিসেবে একাধিক দেশি-বিদেশি কোচের নাম উঠেছিল। জাস্টিন ল্যাঙ্গার থেকে রিকি পন্টিং এমনকি স্টিফেন ফ্লেমিংয়ের নাম ভেসে উঠেছিল। তবে বোর্ডের পছন্দের তালিকায় এই মুহূর্তে রয়েছেন গৌতম গম্ভীর এবং আশিস নেহরা। জাতীয় দলের হেড কোচ বাছাই যখন চূড়ান্ত রূপ পেয়েছে, সেই সময়েই রহস্যজনক পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- ছক্কা খেলে তো ইগোয় লাগবেই, বাংলার তারকার সঙ্গে দ্বৈরথ নিয়ে বিস্ফোরক এবার কেকেআরের হর্ষিত
টুইটারে মহারাজ বড়সড় ইঙ্গিত দিয়ে লিখে দিয়েছেন, "কারোর জীবনে কোচের অবদান, তাঁদের পথপ্রদর্শন, এবং অবিরত অনুশীলন কারোর জীবনটাই বদলে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠানকে বিচক্ষণতার সঙ্গে বাছাই করতে হবে।"
ঘটনা হল, গম্ভীর আইপিএলে কোচ হিসেবে কখনও সফল হননি। মেন্টরের ভূমিকাতেই লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিকে দুবার প্লে অফে তুলেছেন। আবার কেকেআরে তিনি প্রত্যাবর্তন করতেই নাইটরা দশ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
কোচিংয়ে সরাসরি অভিজ্ঞতা না থাকা গম্ভীরের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগে বোর্ডের একাংশ বেশ সন্দিহান। এমন আবহেই সৌরভের এই টুইট নতুন জল্পনা তৈরি করল।
এদিকে, ২৭ মে আবেদনের শেষ তারিখ ছিল। বোর্ডের কাছে ৩০০০ -এর বেশি কোচ হতে ইচ্ছুক ব্যক্তির বায়ো ডেটা জমা পড়েছে। তবে এর মধ্যে অধিকাংশ-ই ভুয়ো। বোর্ডের সূত্র জাতীয় স্তরের একাধিক প্রচারমাধ্যমে জানিয়েছেন, কোচ বাছাই নিয়ে একদমই তাড়াহুড়ো করছে না বিসিসিআই। টি২০ বিশ্বকাপের পর ভারতের জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফর রয়েছে। এই দুই সফরেই সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। তাড়াহুড়ো না করে এই দুই সফরে এনসিএ-এ কোচিং প্যানেলকে আপদকালীন ভিত্তিতে নিয়োগ করা হবে। তাই কোচ বাছাই আপাতত স্থগিত হয়ে গেলেও সমস্যা নেই। ধীরে সুস্থে কোচ বাছাই করতে চাইছে বিসিসিআই।
দ্রাবিড় দায়িত্ব নিয়েছিলেন রবি শাস্ত্রীর কাছ থেকে। দ্বিপাক্ষিক সিরিজে ভারত আগের মতই দাপট দেখালেও আইসিসির ট্রফি খরা কাটেনি দ্রাবিড় জমানাতেও। তিনি শেষবার এই আক্ষেপ মেটানোর সুযোগ পাচ্ছেন আসন্ন টি২০ বিশ্বকাপে। বিদায়বেলায় কোচ দ্রাবিড় রেকর্ড বই নতুন করে লিখতে সাহায্য করবেন, সেটাই আপাতত জানা যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।
Sourav Ganguly Cryptic Comment: গম্ভীরের কোচ হওয়া প্রায় পাকা! এমন সময়েই বিস্ফোরক মন্তব্য স্বয়ং সৌরভের, কার দিকে ইঙ্গিত
Sourav Ganguly Twitter (X) Post: দ্রাবিড়ের পরবর্তী হেড কোচ হিসেবে একাধিক দেশি-বিদেশি কোচের নাম উঠেছিল। জাস্টিন ল্যাঙ্গার থেকে রিকি পন্টিং এমনকি স্টিফেন ফ্লেমিংয়ের নাম ভেসে উঠেছিল। তবে বোর্ডের পছন্দের তালিকায় এই মুহূর্তে রয়েছেন গৌতম গম্ভীর এবং আশিস নেহরা।
Follow Us
India Next Head Coach Hunt: টি২০ বিশ্বকাপের পর গুরু দ্রাবিড় অতীত হয়ে যাচ্ছেন। আর টিম ইন্ডিয়ার হেড কোচ থাকছেন না। নতুন কোচের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। ২৭ মে ছিল আবেদন করার শেষদিন।
এদিকে, দ্রাবিড়ের পরবর্তী হেড কোচ হিসেবে একাধিক দেশি-বিদেশি কোচের নাম উঠেছিল। জাস্টিন ল্যাঙ্গার থেকে রিকি পন্টিং এমনকি স্টিফেন ফ্লেমিংয়ের নাম ভেসে উঠেছিল। তবে বোর্ডের পছন্দের তালিকায় এই মুহূর্তে রয়েছেন গৌতম গম্ভীর এবং আশিস নেহরা। জাতীয় দলের হেড কোচ বাছাই যখন চূড়ান্ত রূপ পেয়েছে, সেই সময়েই রহস্যজনক পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- ছক্কা খেলে তো ইগোয় লাগবেই, বাংলার তারকার সঙ্গে দ্বৈরথ নিয়ে বিস্ফোরক এবার কেকেআরের হর্ষিত
টুইটারে মহারাজ বড়সড় ইঙ্গিত দিয়ে লিখে দিয়েছেন, "কারোর জীবনে কোচের অবদান, তাঁদের পথপ্রদর্শন, এবং অবিরত অনুশীলন কারোর জীবনটাই বদলে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠানকে বিচক্ষণতার সঙ্গে বাছাই করতে হবে।"
ঘটনা হল, গম্ভীর আইপিএলে কোচ হিসেবে কখনও সফল হননি। মেন্টরের ভূমিকাতেই লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিকে দুবার প্লে অফে তুলেছেন। আবার কেকেআরে তিনি প্রত্যাবর্তন করতেই নাইটরা দশ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
কোচিংয়ে সরাসরি অভিজ্ঞতা না থাকা গম্ভীরের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আগে বোর্ডের একাংশ বেশ সন্দিহান। এমন আবহেই সৌরভের এই টুইট নতুন জল্পনা তৈরি করল।
এদিকে, ২৭ মে আবেদনের শেষ তারিখ ছিল। বোর্ডের কাছে ৩০০০ -এর বেশি কোচ হতে ইচ্ছুক ব্যক্তির বায়ো ডেটা জমা পড়েছে। তবে এর মধ্যে অধিকাংশ-ই ভুয়ো। বোর্ডের সূত্র জাতীয় স্তরের একাধিক প্রচারমাধ্যমে জানিয়েছেন, কোচ বাছাই নিয়ে একদমই তাড়াহুড়ো করছে না বিসিসিআই। টি২০ বিশ্বকাপের পর ভারতের জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফর রয়েছে। এই দুই সফরেই সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। তাড়াহুড়ো না করে এই দুই সফরে এনসিএ-এ কোচিং প্যানেলকে আপদকালীন ভিত্তিতে নিয়োগ করা হবে। তাই কোচ বাছাই আপাতত স্থগিত হয়ে গেলেও সমস্যা নেই। ধীরে সুস্থে কোচ বাছাই করতে চাইছে বিসিসিআই।
দ্রাবিড় দায়িত্ব নিয়েছিলেন রবি শাস্ত্রীর কাছ থেকে। দ্বিপাক্ষিক সিরিজে ভারত আগের মতই দাপট দেখালেও আইসিসির ট্রফি খরা কাটেনি দ্রাবিড় জমানাতেও। তিনি শেষবার এই আক্ষেপ মেটানোর সুযোগ পাচ্ছেন আসন্ন টি২০ বিশ্বকাপে। বিদায়বেলায় কোচ দ্রাবিড় রেকর্ড বই নতুন করে লিখতে সাহায্য করবেন, সেটাই আপাতত জানা যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।