Advertisment

Ajay Jadeja: রাজপ্রাসাদ, দুর্মূল্য রত্নের সম্ভার! ভারতের ঐতিহাসিক রাজসিংহাসনে অজয় জাদেজা, হবে মহারাজা হিসাবে রাজ্যভিষেক

Former cricketer Ajay Jadeja named heir to Jamnagar throne: রাজ সিংহাসনে এবার অজয় জাদেজা! সোনার রাজত্বের উত্তরসূরি হিসাবে রাজমুকুট ক্রিকেট সুপারস্টারের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Former cricketer Ajay Jadeja named heir to Jamnagar throne

Ajay Jadeja named heir to Jamnagar throne: মহারাজার মুকুট পরলেন অজয় জাদেজা (ট্রাভেল মান ইনস্টাগ্রাম)

Former cricketer Ajay Jadeja named heir to Jamnagar throne: দশেরার প্রাক্কালেই বড় সুসংবাদ ভেসে এল অজয় জাদেজার জন্য। পূর্বতন রাজকীয় রাজ্যের রাজা শত্রুশুল্যসিং জাদেজা নিজের ভাইপো প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে নিজের রাজত্বের উত্তরসূরি হিসাবে ঘোষণা করলেন।

Advertisment

জামনগর রাজ্যের নতুন রাজা (জামসাহেব) হিসাবে নতুন মুকুট পরতে চলেছেন অজয় জাদেজা।জাদেজার রক্তেই রয়েছে ক্রিকেটার-রাজা-মহারাজার স্রোত। তাঁর পরিবারেরই রাজা গ্রেট রনজিৎ সিং এবং দলীপ সিং দুজনেই ছিলেন ক্রিকেটার। ভারতের ঘরোয়া ক্রিকেটের দুই টুর্নামেন্টের নাম করণও হয়েছে দুই প্রাক্তন রাজার নামে।

শনিবার পূর্বতন নাওয়ানগর রাজ্যের প্রধান শত্রুশল্যসিং এক বিবৃতিতে জানিয়েছেন, "অজয় জাদেজা আমার উত্তরসূরি হতে রাজি হয়েছেন। এটা জামনগরের পক্ষে আশীর্বাদের মত বিষয়।" মহাভারতে পান্ডবদের জয় এসেছিল এই দশেরায়। সেই খুশির সঙ্গে তুলনা করে শত্রুশল্যসিং বলেছেন, "ওঁদের মতই খুশি অনুভব করতে পারছি। কারণ আমি ভারমুক্ত হতে পেরেছি স্বয়ং জাদেজার জন্য।"

গত বছরই আফগানিস্তানের মেন্টরের পদে ছিলেন ৫৩ বছরের অজয় জাদেজা। প্রসঙ্গত জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার দৌলতসিংজির পুত্র। যিনি আবার জামনগর লোকসভা কেন্দ্র থেকে তিনবার ভোটে জিতে লোকসভার সদস্য হয়েছিলেন অতীতে।

কয়েক মাস আগে পোল্যান্ড সফরের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়ারশতে জামসাহেব দিগ্বিজয়সিংহকে একটি স্মারক উৎসর্গ করেছিলেন, যিনি বিখ্যাতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০০ জন পোলিশ শিশুকে পূর্ববর্তী নওয়ানগরে আশ্রয় দিয়েছিলেন। ৮৫ বছরের শত্রুশল্যসিং আবার দিগ্বিজয় সিংয়ের পুত্র। যাঁর ভাই প্রতাপ সিং অজয় জাদেজার পিতামহ।

গত মে মাসে লোকসভা নির্বাচনের ঠিক আগেই ক্ষত্রিয় আন্দোলন চাপে ফেলেছিল ক্ষমতাসীন বিজেপিকে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জামনগরে প্রচারাভিযানে গিয়ে সেই সম্প্রদায়ের ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য সাক্ষাৎ করেছিলেন শত্রুশল্য সিংয়ের সঙ্গে।

৮৩ বছরের শত্রুশল্য সিংয়ের বহুদিন বিবাহ বিচ্ছিন্ন। কোনও সন্তান সন্ততি নেই। তাঁর পরিবারের পৈতৃক সম্পত্তি হিসাবে রয়েছে একটি রাজপ্রাসাদ, বিদ্যালয় এবং বিশ্বের দুর্মূল্য সমস্ত রত্নের সম্ভার। সমতা পার্টির প্রাক্তন সভাপতি জয়া জেটলির কন্যা অদিতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অজয় জাদেজা।

READ THE FULL ARTICLE IN ENGLISH

cricket Cricket Kahon Cricket News Maharaja Ranjit Singh Ajay
Advertisment