BCB president Faruque Ahmed: বাংলাদেশে গৃহযুদ্ধের ফলে টলে গিয়েছে শাসক দল। অন্তর্বর্তীকালীন নতুন সরকার গড়া হয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বে। দেশের সরকার পরিবর্তনের পরে এবার বদলাল ক্রিকেট বোর্ডের শাসনগোষ্ঠীও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট ডিরেক্টর জালাল ইউনুস পদত্যাগ করেছিলেন। গত বুধবার বিসিবি বৈঠকের সময়েই পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন ফারুখ আহমেদ। প্রাক্তন এই ক্রিকেটার মুখ্য নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন অতীতে। তিনিই এলেন নতুন দায়িত্বে।
বাংলাদেশের জাতীয় দলের হয়ে ৭ ওয়ানডে খেলা ফারুখ আহমেদ দুবারের টার্মে প্রধান নির্বাচক হয়েছিলেন (২০০৩ থেকে ২০০৭ এবং ২০১৩ থেকে ২০১৬)। দ্বিতীয় পর্বে পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন তিনি। নির্বাচকদের প্যানেল তিন সদস্যের সম্প্রসারণ তিনি মেনে নিতে পারেননি।
ক্রিকবাজ-এর প্রতিবেদনে আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিকার আহমেদকে উদ্ধৃত করে বলা হয়েছে, ফারুখ আহমেদ বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই কার্যত ঠিক হয়ে যায় বিসিবি প্রধান হিসেবে পদত্যাগ করবেন নাজমুল হোসেন পাপন। বর্তমানে তিনি প্রাণভয়ে বাংলাদেশ ছেড়েছেন। রয়েছেন লন্ডনে।
বাংলাদেশের অস্থির পরিবেশের কথা বিবেচনা করে আইসিসির তরফে মহিলা টি২০ বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে বিশ্বকাপের আয়োজক থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-ই। বর্তমানে বাংলাদেশের পুরুষ দল দুই টেস্টের সিরিজ খেলার জন্য রয়েছে পাকিস্তানে। আগামী সেপ্টেম্বরেই ভারত সফরে আসবে বাংলাদেশ।