Advertisment

Yuvraj Singh: ভারতের কোচ হতে চান! কলকাতায় এসেই জয় শাহের বোর্ডকে 'প্রস্তাব' যুবরাজের

Yuvraj Singh in Team India: ২০০৭ এবং ২০১১, ভারতের দুটি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ। তাঁর সেই অভিজ্ঞতাই তিনি বর্তমান ভারতীয় দলের (Team India) ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চান বলে জানিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh | Indian Cricket Team | BCCI | Yuvraj Singh in Kolkata

Yuvraj Singh Kolkata: কলকাতায় এসে বড় ইচ্ছার কথা জানালেন যুবরাজ সিং (সংগৃহীত এবং টুইটার)

Yuvraj Singh inaugurates Yuvraj center of excellence at Merlin Rise Kolkata: ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান প্রাক্তন খেলোয়াড় যুবরাজ সিং (Yuvraj Singh)। কলকাতায় এসে নিজের সেই সুপ্ত বাসনার কথা জানালেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জমানায় ভারতীয় দলের আদরের 'যুবি'। তিনি জানিয়েছেন, আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারতীয় দলকে কোচিং করাতে চান। যুবদের শেখাতে চান, কীভাবে বড় টুর্নামেন্টে চাপ নিতে হয়। পাশাপাশি, আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি দলকে কোচিং করানোও যে তাঁর স্বপ্ন, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।

Advertisment

আরও পড়ুন- পায়ে বোলিং, ঘাড় দিয়ে ব্যাটিং! অবিশ্বাস্য কাণ্ডে বিশ্বক্রিকেটে ঝড় ভারতীয়র, ভিডিও দেখলেই চমকাবেন

ভারতীয় দল আইসিসি আয়োজিত টুর্নামেন্ট জিতেছে, তা-ও প্রায় একযুগ হয়ে গেল। পরবর্তী সময়ে দেখা গিয়েছে, দল গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলছে। কিন্তু, ফাইনালে এসে সেই সব খেলোয়াড়রাই ডুবিয়ে দিচ্ছেন। সম্প্রতি শেষ হওয়া একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপেও সেই ছবি ধরা পড়েছে। ২০০৭ এবং ২০১১, ভারতের দুটি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ। তাঁর সেই অভিজ্ঞতাই তিনি বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চান বলে জানিয়েছেন।

আরও পড়ুন- দুর্ঘটনায় হারিয়েছেন পা! চা বিক্রি করেই ক্রিকেটে বিশ্বজয়ের স্বপ্ন সালকিয়ার রমেশের

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'আমি মেন্টরিং করতে চাই। আগামী দিনগুলোয় আমার সন্তানরা একটু বড় হলেই আমি ক্রিকেটে ফিরতে চাই। যুবদের সাহায্য করতে চাই। আমার মনে হয় যে, আমরা বড় টুর্নামেন্টগুলোয় অনেক মানসিক প্রতিবন্ধকতার মুখে পড়ি। আমি এই ব্যাপারে এই সব ছেলেদের ভবিষ্যতে সাহায্য করতে পারি। বিশেষ করে মিডল অর্ডারের ক্ষেত্রে তো বিরাট সাহায্য করতে পারি। আমার এই সব যুবকদের সঙ্গে কাজ করার মত আত্মবিশ্বাস আছে। শুধুমাত্র টেকনিকের ক্ষেত্রেই নয়। ক্রিকেটে মানসিক প্রতিবন্ধকতা অতিক্রম করতেও আমি সাহায্য করতে পারি।'

আরও পড়ুন- জোড়া গোলে ধ্বংস ভারতের অঘটনের স্বপ্ন! অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েও কলার তুললেন সুনীলরা

ভারত পরপর দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে সেমিফাইনালে হেরেছে। ২০১৪-র টি২০ বিশ্বকাপের ফাইনালে হেরেছে। ২০১৬ আর ২০২২-এর সেমিফাইনালে হেরেছে। কলকাতায় যুবরাজ সেন্টারের উদ্বোধন করে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, 'আমার মনে হচ্ছে, এটা আসলে কোনও কিছুর অভাব থেকে হচ্ছে। যখনই বড় টুর্নামেন্ট আসছে, আমরা সেখানে শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু, মানসিকভাবেও আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমার মনে হয়, সেই ব্যাপারে আমি খেলোয়াড়দের মোটিভেট করতে পারব। খেলোয়াড়দের শেখাতে পারব, কীভাবে বড় টুর্নামেন্টে চাপ নিতে হয়। সেটাই আমাদের চ্যালেঞ্জ। খেলা আমাদের হাতে। আমাদের কাছে সেই সব খেলোয়াড়রা আছেন, যাঁরা চাপ নিয়ে খেলতে পারেন। কিন্তু, সেটা গোটা দলকে করতে হবে। এক বা দু'জনকে করলে চলবে না।'

আরও পড়ুন-  টাকা ধার করেছিলেন বাবা, মা বিক্রি করেন সোনার গয়না! ধ্রুবর টিম ইন্ডিয়ায় সুযোগ যেন রূপকথা

যুবরাজ আরও জানিয়েছেন, তিনি গুজরাট টাইটানসের কোচ হতে চেয়েছিলেন। কিন্তু, টাইটানস কোচ করেছে আশিস নেহরাকে। এই প্রসঙ্গে শনিবার যুবরাজ বলেন, 'আমার সন্তানরাই এখন আমার অগ্রাধিকার। একবার ওরা স্কুলে যেতে শুরু করলে আমার হাতে অনেক সময় থাকবে। তখন আমি কোচিং শুরু করব। আমি যুবকদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। বিশেষ করে আমার নিজের রাজ্যের ছেলে হলে তো কথাই নেই। নিশ্চিতভাবে কোনও না-কোনও আইপিএল দলকে কোচিং করাব।'

cricket sports Yuvraj Singh Sports News ICC Cricket World Cup Cricket World Cup ICC
Advertisment