জাতীয় দলে আগে থেকেই প্রাক্তনী হয়ে গিয়েছেন। এবার সরকারিভাবে সোমবার অবসর ঘোষণা করে ফেললেন তামিলনাড়ুর ব্যাটসম্যান মুরলি বিজয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বিজয় আবেগঘন বার্তায় জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফরম্যাট থেকেই সরে দাঁড়াচ্ছেন তিনি। লিখেছেন, "২০০২ থেকে ২০১৮ পর্যন্ত জীবনের সবথেকে সুন্দর সময় কাটিয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা দারুণ সম্মানের বিষয়। যে সমস্ত সমর্থকরা কেরিয়ারের চড়াই উৎরাইয়ে আমাকে সমর্থন করেছেন, তোমাদের সঙ্গে কাটানো সব মুহূর্ত উপভোগ করব। তোমাদের সমর্থন আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন।"
২০১৮-য় শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন মুরলি বিজয়। দেশের হয়ে ৬১ টি টেস্ট, ১৭ টি ওয়ানডে এবং ৯টি টি২০ খেলেছেন। তিন ফরম্যাটে রানসংখ্যা যথাক্রমে ৩৯৮২, ৩৩৯ এবং ১৬৯ রান। ২০১৮-য় শেষবার জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেছেন মুরলি।
টেস্টে ১২টি শতরানের পাশাপাশি ১৫টি হাফসেঞ্চুরিও রয়েছে তারকার। প্ৰথম শ্রেণির ক্রিকেটে ১৩৫ ম্যাচে ৯২০৫ রান করেছেন ২৫টি সেঞ্চুরি, ৩৮টি হাফসেঞ্চুরি সমেত। আইপিএলেও আর দেখা যায় না তাঁকে। কেবলমাত্র তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে এবং টিএনপিএল-এ অংশ নেন তারকা।
আরও পড়ুন: আফ্রিদির নখের যোগ্যও নয় বুমরা! পাক তারকার ভয়ঙ্কর মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া
২০১৪-য় ভারতের ইংল্যান্ড সফরের সময় রান খরায় ভুগছিলেন বিরাট কোহলি। সেই সিরিজে ১০ ইনিংসে মুরলি বিজয় ভারতের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন। করেন ৪০২ রান। আইপিএলে ১০৬ ম্যাচে ২৬১৯ রান করেছেন। ২০১০, ২০১৪-য় সিএসকের আইপিএল জয়ী দলের সদস্য ও ছিলেন। ২০১৩-য় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সদস্যও ছিলেন তিনি। যদিও একটিও ম্যাচে খেলেননি তিনি।
ভারতে অবসর নিয়ে বিদেশে খেলতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তারকা আগেই। সেই পথেই সম্ভবত হাঁটবেন তিনি।
Read the full article in ENGLISH