/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/main-2.jpg)
আইপিএলে বেটিং করার দায়ে গ্রেফতার কোচ তুষার অরোঠে (ছবি-টুইটার ও ফেসবুক)
বিশ্বকাপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিতর্ক তৈরি করেছিলেন কোচ তুষার অরোঠে। সেই বিতর্কের ঢেউই তাঁকে মহিলা ক্রিকেট দলের সংস্রব থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে কোচ তুষার। আইপিএলে বেটিং করার দায়ে গ্রেফতার হতে হল তাঁকে। জাতীয় প্রচারমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাতে আইপিএল ম্যাচ চলাকালীন বরোদার ক্রাইম ব্র্যাঞ্চ স্থানীয় এক ক্যাফে থেকে গ্রেফতার করে ১৯ জনকে।
ধৃতদের মধ্যেই ছিলেন বিতর্কিত কোচ। ডিসিপি ক্রাইম ব্র্যাঞ্চ জয়দীপ সিং জানিয়েছেন, "তুষার অরোঠে জুয়া কাণ্ডে অন্যতম অভিযুক্ত। ক্যাফের অন্যতম মালিকও ছিলেন তিনি। ক্যাফের মধ্যে জুয়া আয়োজন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে তিনি জুয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন কিনা, তা তদন্তসাপেক্ষ। যখন ধরপাকড় চালানো হয়, সেই সময় উনি ক্যাফেতে হাজির ছিলেন।"
তুষার আরোঠে. (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ)Gujarat: Former Indian Women Cricket Team Coach Tushar Arothe(pic 1) arrested in Vadodara in connection with IPL betting.JS Jadeja(pic 2),DCP Crime Branch,says,“We arrested Tushar Arothe along with 18 other persons during a raid at a cafe. Their phones&vehicles have been seized.” pic.twitter.com/YrC7bBT9G5
— ANI (@ANI) April 2, 2019
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তদন্তকারী দল ইতিমধ্যেই ২১টি মোবাইল ফোন, ৪৫,৯১০ টাকা নগদ, আটটি গাড়ি, একটি প্রোজেক্টর, সেট টপ বক্স বাজেয়াপ্ত করেছে। সমস্ত অভিযুক্ত ব্যক্তি যদিও জামিনে ছাড়া পেয়ে গিয়েছে।
বরোদার প্রাক্তন ক্রিকেটার তুষার অরোঠের কোচিংয়ে জাতীয় মহিলা দল ফাইনালে পৌঁছনোর পরে চুক্তি বাড়ানো হয়েছিল। তবে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারের পরে হঠাৎ তিনি পদত্যাগ করেন। দলের মধ্যে অন্তর্কলহের জন্য তিনি সরে দাঁড়িয়েছিলেন, এমনটাই জানা যায়। এরপরেই এমন ঘটনায় জড়িয়ে পড়লেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us