বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) একটি বড় দায়িত্ব পেতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন পেসার। তিনি আর কেউ নন পাকিস্তানের প্রাক্তন পেস ব্যাটারি উমর গুল (Umar Gul)। কেকেআর ব্রিগেডের হয়ে তিনি ৬ ম্য়াচে মোট ১২ উইকেট শিকার করেছিলেন। জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের নয়া বোলিং কোচ হতে চলেছেন উমর।
আগামী মে মাসে বাংলাদেশ ক্রিকেট দল পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলার জন্য পাকিস্তানে যাবে। এই সিরিজেই গুলের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, উমরকে ৩০ মাসের জন্য চুক্তিবদ্ধ করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আপাতত তিন মাসের চুক্তিপত্র তাঁকে পাঠানো হবে। এই সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল ভাল পারফরম্য়ান্স করতে পারে, তাহলেই ৩০ মাসের জন্য নিয়োগ করা হবে।
উমর গুল নিজেই এই অফারের ব্যাপারে খোলসা করেছেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েকজন তরুণ পেসার রয়েছে। আশা করা হচ্ছে, উমর গুলের অভিজ্ঞতা তাঁদের আরও শানিত করবে। ইতিপূর্বে উমর আফগানিস্তান এবং পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।
পাশাপাশি পাকিস্তান সুপার লিগে কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন উমর। আন্তর্জাতিক ক্রিকেটে উমর গুলের পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। ২০০৯ সালে পাকিস্তানকে টি-২০ বিশ্বকাপ জেতানোর ব্যাপারে তাঁর অবদান অনস্বীকার্য। সেমিফাইনাল ম্য়াচে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করেছিলেন। গতির পাশাপাশি উমরের বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র্য ছিল।
আসতে শুরু করেছে নেতিবাচক প্রতিক্রিয়া
তবে গুলের এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যে পাকিস্তানেই নেতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সাম্প্রতিককালে পাকিস্তানের পেস বোলিং আক্রমণকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং ওয়ানডে সিরিজে তারা হেরে গিয়েছে। দলের তারকা পেস বোলাররা বহুদিন ধরেই অফ ফর্মে রয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের দাবি, নিজের দেশ ছেড়ে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে কাজ করা উমরের একেবারে উচিত হচ্ছে না।