Advertisment

ঐতিহাসিক কলকাতা লিগজয়ী দলের সদস্য ছিলেন, এদিন অবসর বাগান তারকার

মুম্বই এফসি, চেন্নাই সিটি এফসি হয়ে তারকা ফুটবলার এটিকের জার্সিতে খেলতে আসেন কলকাতায়। প্রথমবার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ন-বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান ২০১৮ মরশুমে। ইস্টবেঙ্গলের টানা সিএফএল জেতার রেকর্ড চূর্ণ করেই কলকাতার শিরোপা পায় সবুজ মেরুন ব্রিগেড। আর সেই ঐতিহাসিক কলকাতা লিগ জয়ী দলেরই তারকা ড্যারেন ক্যালডেইরা এবার অবসরের গ্রহে চলে গেলেন।

Advertisment

মাত্র ৩৩ বছর বয়সে অবসর নিয়ে ফেললেন মোহনবাগানের প্রাক্তন তারকা ড্যারেন কালডেইরা। চলতি মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে টুর্নামেন্ট চলার মাঝেই বুটজোড়া তুলে রাখছেন তিনি। টুইটারে নিজের অবসর ঘোষণা করে দেন তিনি।

দু পাতার টুইটার পোস্টে আবেগঘন বার্তায় কালডেইরা লিখেছেন, "ট্রফি, খেতাব এবং রক্তপ্রবাহ বয়ে যাওয়ার পরিবর্তে ফুটবল থেকে অনেক স্মৃতি, মুহূর্ত এবং সম্পর্ক রয়ে যাচ্ছে আমার সঙ্গে। ফুটবল এবং সুন্দর খেলাটার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় মিস করতে চলেছি....।"

আরো পড়ুন: সানার সঙ্গে ক্যামেরার সামনে সৌরভ, কপট রাগ-অভিমানে হিট বিজ্ঞাপন, দেখুন ভিডিও

মুম্বইয়ের এই তারকা মিডফিল্ডার মাহিন্দ্রা ইউনাইটেড থেকে উঠে আসেন তিনি। তরুণ ফুটবলার হিসাবে বিখ্যাত স্প্যানিশ দল ভ্যালেন্সিয়ার স্কোয়াডেও অনুশীলন করে এসেছেন। এরপর আইলিগে এয়ার ইন্ডিয়ার হয়ে অংশ নেন।

এয়ার ইন্ডিয়া এবং মুম্বইয়ে খেলার পর ড্যারেন ক্যালডেইরা সদ্য এন্ট্রি নেওয়া বেঙ্গালুরু এফসিতে সই করেন। রংদাজিয়েদের বিপক্ষে প্রথম খেলেন ৯০ মিনিট।

এরপর মুম্বই এফসি, চেন্নাই সিটি এফসি হয়ে তারকা ফুটবলার এটিকের জার্সিতে খেলতে আসেন কলকাতায়। প্রথমবার। কোচ এশলে ওয়েস্টউড অনেক সুযোগ দিলেও সেভাবে নজর কাড়তে ব্যর্থ হন তিনি। তারপরের বছরেই মোহনবাগানে নাম লেখান তিনি। জেতেন কলকাতা লিগও। আইলিগে সেবার বাগান পঞ্চম স্থান অর্জন করে।

মোহনবাগান-এটিকে সংযুক্তির পর ক্যালডেইরার দলে জায়গা হয়নি। কেরালা ব্লাস্টার্সে কিবু নিয়ে যান তারকাকে। নিয়মিত ছিলেন না প্রথম একাদশে। অভিমানেই কিছুটা অবসর নিয়ে ফেলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mohun Bagan Calcutta Football League
Advertisment