/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ind-pak-ram.jpg)
Danish Kaneria Ram Mandir: ভারত-পাক ক্রিকেট দল এবং জয় শ্রী রাম (টুইটার)
অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দিরের উদ্বোধন এবং স্বয়ং রাম লালার রাজ্যাভিষেক রাজ্যভিষেক গোটা দেশেই উৎসাহের ঝড়। ২২ তারিখেই সেই মহেন্দ্রক্ষণ। দেশের তাবড় তাবড় সেলেবকুল আমন্ত্রণ পেয়েছেন রাম মন্দিরের উন্মোচন মঞ্চে।
তবে রামের এই মন্দির নিয়ে পাকিস্তানেও উৎসাহের কোনও খামতি নেই। দানিশ কানেরিয়া প্রকাশ্যেই রামমন্দিরের জন্য সওয়াল করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
পাকিস্তানের তারকা স্পিনার নিজের টুইটার হ্যান্ডলে লিখলেন, "আমাদের রাজা শ্রীরামের বিশাল মন্দির প্রস্তুত। এখন মাত্র 8 দিন বাকি। বলুন জয় জয় শ্রী রাম…" নিজের পোস্টে স্লোগানও জুড়ে দিয়েছেন তিনি। যে ছবি তিনি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে পাক স্পিনার গেরুয়া পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবিতে রামের মন্দির এবং ছবি প্রতীয়মান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।
हमारे राजा श्रीराम का भव्य मंदिर है तैयार,
अब सिर्फ 8 दिन का है इंतजार!
बोलो जय जय श्री राम। pic.twitter.com/poojMBb7U4— Danish Kaneria (@DanishKaneria61) January 14, 2024
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়া দানিশ প্রায় একদশকের বেশি সময় জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। পাক দলের হয়ে এই হিন্দু স্পিনার টেস্টে ২৫০ প্লাস উইকেট নিয়েছেন।
পাক ক্রিকেটে বহুবার তিনি বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। এই কথা একাধিকবার তিনি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন। শাহিদ আফ্রিদি তাঁকে জোর করে ধর্মান্তরিত করতে চাপ দিয়েছিলেন, সেই কথাও তিনি বিস্ফোরকভাবে ফাঁস করে দেন কয়েক মাস আগেই। পাক দলে ধর্মের কারণে তিনি একঘরে হয়ে পড়েছিলেন। এই ঘটনাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতের পক্ষে একাধিকবার তিনি মুখ খুলেছেন। মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ ইস্যুতে তিনি সরাসরি ভারতকে সমর্থন জানান। এমনকি একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।