Advertisment

Lahiru Thirimanne accident: লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ক্রিকেট সুপারস্টার

Car accident of former Sri Lanka captain: গাড়িটিকে উলটো দিক থেকে ছুটে আসা একটি লরি ধাক্কা মেরেছে। তার ফলেই এতবড় দুর্ঘটনা ঘটেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sri Lanka, Lahiru Thirimanna

Sri Lanka-Lahiru Thirimanna: অনুরাধাপুরায় তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছে। (ছবি-টুইটার)

Sri Lanka cricket: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নে। অনুরাধাপুরায় তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছে। দুর্ঘটনার পর থিরিমান্নেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisment

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, থিরিমান্নে ঘটনার সময় তাঁর গাড়িতে চেপে বেড়াতে যাচ্ছিলেন। তখনই গাড়িটি ভয়াবহ মুখোমুখি দুর্ঘটনার মুখে পড়ে। এরপর তাঁকে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আঘাতের পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি। শুধু এটুকু জানা গেছে যে, বর্তমানে থিরিমান্নের অবস্থা স্থিতিশীল। অনুরাধাপুরার পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে থিরিমান্নের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

থিরিমান্নে বর্তমানে লেজেন্ডস লিগে, 'নিউ ইয়র্ক স্ট্রাইকারস'-এর হয়ে খেলছেন। তাঁর ফ্র্যাঞ্চাইজি এই দুর্ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে নিউ ইয়র্ক স্ট্রাইকারস জানিয়েছে, 'আমরা জানাতে চাই যে লাহিরু থিরিমান্নে ও তাঁর পরিবারের একজন মন্দিরে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। হাসপাতালে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।'

ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে আরও বলা হয়েছে, 'হাসপাতালের থেকে জানানো হয়েছে, ওঁদের দুজনের অবস্থাই স্থিতিশীল। ব্যাপক উদ্বেগের কোনও কারণ নেই। আমরা এই সময়ে লাহিরু থিরিমান্নের প্রতি সমর্থকদের উদ্বেগের কারণ বুঝতে পারছি। সমর্থকরা এই বিপদের সময়ে পাশে থাকায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে, সকলকেই, এই ক্রীড়াবিদের পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখতে অনুরোধ করব।'

আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে ধ্বংস করতে ১৫০ কিমির পেসারেই ভরসা! জয় শাহের বোর্ড বড় কন্ট্র্যাক্ট দিল সুপারস্টারকে

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, থিরিমান্নের গাড়িটিকে উলটো দিক থেকে ছুটে আসা একটি লরি ধাক্কা মেরেছে। তার ফলেই এতবড় দুর্ঘটনা ঘটেছে। তাঁর এক দশকের আন্তর্জাতিক কেরিয়ারে থিরিমান্নে ৪৪টি টেস্ট ম্যাচ, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি তিনটি টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছেন। তারমধ্যে ২০১৪ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জেতে। ২০২৩ সালের জুলাইয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

cricket Sri Lanka Cricket News Srilanka Sri Lanka Cricket Team
Advertisment