/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/india-england.webp)
India vs England: নিজেদের শ্যেফ নিয়ে আসছে ইংল্যান্ড (টুইটার)
অসুস্থ হওয়ার ভয়ে ভারত সফরে (India Tour) দলের সঙ্গে রাঁধুনি আনছে ইংল্যান্ড দল (England Team)। আইপিএল নিয়ে এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন তারকা আকাশ চোপড়া। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ কটাক্ষ করেছেন, টেস্ট তো ছুতোমাত্র। আসলে, 'আমি নিশ্চিত যে ইংরেজ খেলোয়াড়রা আইপিএলের জন্যই বাবুর্চিকে নিয়ে আসছেন। এমনটাই চলে বছরের পর বছর।'
Good idea. 👍
I’m sure that majority of English players must be bringing in their chefs for the IPL too….year after year. AS IF 🤫 https://t.co/A991b7LG2q— Aakash Chopra (@cricketaakash) January 6, 2024
চলতি মাসের শেষের দিকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের ভারত সফর। ২৫ জানুয়ারি শুরু হবে পাঁচ টেস্ট-এর সিরিজ। শেষ হবে মার্চে। ভারতে শেষ টেস্ট সফরে ইংল্যান্ড ৩-১ ব্যবধানে হেরেছিল। তাই এবার তারা ভারত সফরে রীতিমতো প্রস্তুতি নিয়ে আসছে। সেই সিরিজের আগে ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অসুস্থ হওয়ার ভয়ে ইংল্যান্ড এই সফরে রাঁধুনিকেও সঙ্গে করে নিয়ে আসছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামই করা হয়েছে, 'খেলোয়াড়দের অসুস্থ হওয়া এড়াতে শেফকে ভারতে নিয়ে যাবে ইংল্যান্ড'। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ইংল্যান্ডই একমাত্র ক্রিকেট দল, যারা নিজেদের বাবুর্চিকে নিয়ে সফর করে। অবশ্য, এতে আয়োজক দেশগুলোর কার্যত সম্মানহানি ঘটে বলেও বোঝানোর চেষ্টা হয়েছে ওই প্রতিবেদনে।
আর, এই প্রসঙ্গে আকাশ চোপড়ার অভিযোগ কিন্তু, ফেলনা নয়। কারণ, যে দল রাঁধুনিকে নিয়ে সফরে আসছে, তাদের মধ্যে কিন্তু টেস্ট সিরিজ নিয়ে অন্য কোনও প্রস্তুতির লক্ষণ দেখা যায়নি। তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার হারমিসন। তিনি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাত্র তিন দিন আগে ইংল্যান্ডের ভারতে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন। হারমিসনের আশঙ্কা, এই সিরিজে ভারত ৫-০ ব্যবধানে জিতেও যেতে পারে। এই ব্যাপারে হারমিসন বলেছেন, 'যদি ইংল্যান্ড তিন দিন আগে ভারত সফরে যায়, তারা ৫-০ ব্যবধানে হারারই যোগ্য। আমি একজন বুড়ো মানুষ। তারা হয়তো বলবে, সময় বদলেছে, খেলা বদলে গেছে। কিন্তু, আমি বলতে পারি যে প্রস্তুতির কোনও পরিবর্তন হয়নি। যে ইংল্যান্ড দল ভারতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে, সেই দলের কেভিন পিটারসেন, অ্যান্ডু স্ট্রস, অ্যালিস্টার কুকদের কথা বলুন। তাঁরা যদি ম্যাচ শুরুর তিন দিন আগে ভারত সফরে যাওয়ার কথা শুনতেন, তো কী বলতেন?'