Advertisment

Ambati Rayudu YSRCP: রাজনীতির ময়দানে রেকর্ড প্রাক্তন ক্রিকেটার রায়ডুর, যোগদানের ১০ দিনেই দলত্যাগ

Ambati Tirupati Rayudu: গুন্টুরের বাসিন্দা অম্বাতি রায়ডু ২০১৯ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং ২০২৩ সালের মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বা আইপিএল থেকে অবসর নেন। তারপর তিনি নিজেই রাজনীতিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রথমে তিনি চেয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে (INC) যোগদান করতে। কিন্তু, তারপর ওয়াইএসআরসিপিতে যোগদান করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ambati Tirupati Rayudu

Ambati Tirupati Rayudu: ২০২৩ সালের মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বা আইপিএল থেকে অবসর নিয়েছেন রায়ডু। (ছবি সৌজন্য- টুইটার)

যোগদানের মাত্র ১০ দিনের মধ্যে যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (YSRCP) ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি তিরুপতি রায়ডু (Ambati Tirupati Rayudu)। গত ২৮ ডিসেম্বর রায়ডু ওয়াইএসআর কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে ওয়াইএসআরসিপি অন্ধ্রপ্রদেশের শাসক দল।

Advertisment

মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন এই দল ছাড়ার কথা প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়াতেও ঘোষণা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, 'এটা সবাইকে জানাতে চাই যে আমি YSRCP ছেড়ে কিছু সময়ের জন্য রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী পদক্ষেপ যথাসময়ে জানানো হবে। ধন্যবাদ।'

আরও পড়ুন- India A squad: বাংলার অভিমন্যু এবার ইন্ডিয়া এ দলের অধিনায়ক! ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ঘোষণা বিসিসিআইয়ের

আরও পড়ুন- David Warner Retirement: ওয়ার্নার হল ‘শয়তান’, মা এটাই বলেন! কিংবদন্তির অবসর টেস্টে ‘বোমা’ পার্টনার খোয়াজার

সামনেই লোকসভা নির্বাচন। পাশাপাশি রয়েছে বিধানসভা নির্বাচনও। তার আগে অম্বাতি রায়ডুকে দলে যোগদান করিয়েছিলেন খোদ অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। গুন্টুরের বাসিন্দা অম্বাতি রায়ডু ২০১৯ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং ২০২৩ সালের মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বা আইপিএল থেকে অবসর নেন।

আরও পড়ুন- T20 World Cup 2024: রোহিত-বিরাটকে বিশ্বকাপে বাদ দিলে চলবে না! বোর্ডকে কার্যত ‘হুঁশিয়ারি’ দিলেন গাভাসকার

তারপর তিনি নিজেই রাজনীতিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রথমে তিনি চেয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে (INC) যোগদান করতে। কিন্তু, তারপর ওয়াইএসআরসিপিতে যোগদান করেন।

cricket Ambati Rayudu Andhra Pradesh Election Andhra Pradesh Government Jaganmohan Reddy YSR Congress loksabha election 2024
Advertisment