Advertisment

কয়েক মাসেই বদলে গিয়েছেন ধোনি, কথা বলছে তাঁর ওয়ান-ডে পরিসংখ্যান

আগের মতো আর ধুমধাড়াক্কা ক্রিকেট খেলতে দেখা যায় না তাঁকে। বিশ্বের অন্যতম সেরা ম্যাচ ফিনিশারের তকমাতেও ধুলো পড়েছে। মন্থর ব্যাটিংয়ের জন্য প্রায়শই সমালোচিত হন এমএস ধোনি।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni's 2019 ODI numbers are insane

কয়েক মাসেই বদলে গিয়েছেন ধোনি, কথা বলছে তাঁর পরিসংখ্যান (ছবি-টুইটার/বিসিসিআই)

আগের মতো আর ধুমধাড়াক্কা ক্রিকেট খেলতে দেখা যায় না তাঁকে। বিশ্বের অন্যতম সেরা ম্যাচ ফিনিশারের তকমাতেও ধুলো পড়েছে। মন্থর ব্যাটিংয়ের জন্য প্রায়শই সমালোচিত হন এমএস ধোনি। এমনকি গতবছর তাঁকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডজন টি-২০ ম্যাচের জন্য দল বেছে নিয়েছিলেন নির্বাচকরা। শেষ ১২ বছর ধোনি কখনও দল থেকে বাদ পড়েননি।

Advertisment

ধোনির ফর্ম নিয়ে নির্বাচকরাও ছিলেন রীতিমতো চিন্তিত। মাহির বিকল্প হিসেবে তাঁদের ভাবনায় উঠে এসেছিল ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের নাম। কিন্তু ২০১৮-র শেষ আর ২০১৯ এর শুরুর এই মাঝের সময়টায় আমূল বদলে গিয়েছেন ধোনি। ফিনিশার এখন ম্যাচমেকার। দলের প্রয়োজনে জ্বলে উঠছেন আগের মতোই। পরিসংখ্যান বলছে চলতি বছর ধোনি রয়েছেন দুরন্ত ফর্মে। ২০১৮ সালে ক্রিকেটের দুই ফর্ম্যাট মিলিয়ে ডজন ইনিংসে ব্যাট করে ২৫২ রান করেছেন তিনি। ২৫ এর গড়ে তাঁর স্লথ স্ট্রাইকরেট ছিল ৬৮.১০।

আরও পড়ুন: রোহিতের ছেড়ে আসা রেকর্ড নিজের করে নিলেন ধোনি

চলতি বছর ১২ জানুয়ারি দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরেছিলেন তিনি। জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত ওয়ান-ডে ফর্ম্যাটে মোট হাফ ডজন ইনিংস খেলেছেন তিনি। এর মধ্যে চারবার তিনি অপরাজিত ছিলেন। সর্বোচ্চ রান করেছেন ৮৭। গড় ১৫০.৫০ ও স্ট্রাইকরেট ৮০.২৬। এর মধ্যে চারটি অর্ধ-শতরানও রয়েছে। ২০১৯-এ চার বা বেশি ইনিংস খেলা ওয়ান-ডে ব্যাটসম্যানদের মধ্যে ধোনি গড়ের নিরীখে রযেছেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান-ডে সিরিজে তিনি হয়েছিলেন সেরা। তিন ইনিংস মিলিয়ে করেছিলেন ১৯৩ রান (৫১*,৫৫* ও ৮৭)। পরিসংখ্যানই বলে দিচ্ছে যে, বিশ্বকাপের আগে ধোনি নামক ইঞ্জিনটি টগবগ করেই ফুটছে। যা হতে চলেছে ইংল্যান্ডে ভারতের চালিকাশক্তি।

cricket MS DHONI
Advertisment