Advertisment

ইংল্যান্ডে করোনার ছোবলে ইন্ডিয়ার একাধিক তারকা! ভয়ঙ্কর খবরে সিরিজ নিয়েই এবার সংশয়

করোনায় আক্রান্ত হয়েছেন ঋষভ পন্থ। তারপরেই সেই তালিকায় নাম লিখিয়েছেন আরো একজন মেম্বার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুধুমাত্র পন্থেই করোনা আক্রান্ত হওয়ার খবর শেষ নয়। ঋষভ পন্থের পর এবার ইংল্যান্ডে করোনা আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছেন ভারতীয় স্কোয়াডের আরো চার সদস্য। এমনটাই জানা গিয়েছে।

Advertisment

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সেই চার জনকে লন্ডনে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গতকাল জুলাইয়ের ১৪ তারিখ কোভিড রিপোর্টে একজন সাপোর্ট স্টাফের করোনা আক্রান্ত হওয়ার হদিশ মেলে। তার ক্লোজ কন্ট্যাক্ট হিসাবে কোচিং স্টাফের আরো একজন সিনিয়র মেম্বার, একজন সিনিয়র ক্রিকেটার এবং একজন রিজার্ভ দলে থাকা তারকা কোয়ারেন্টাইন সারছেন আপাতত।

আরো পড়ুন: ইংল্যান্ড সিরিজে নেই পন্থ! বড় দুঃসংবাদে ছিন্নভিন্ন কোহলির টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের প্রোটোকল অনুযায়ী, করোনা আক্রান্তের সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের চিহ্নিত করে ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব সারতে হবে। জানা গিয়েছে, এই প্রোটোকল মেনেই ভারতীয় সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর তিনজন ক্লোজ কন্ট্যাক্টকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই সিনিয়র ক্রিকেটার, সাপোর্ট স্টাফের অন্য একজন সিনিয়র মেম্বার এবং রিজার্ভ তারকা প্রত্যেকেই দ্বিতীয় দফায় করোনা টেস্টে উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাঁদের নিভৃতাবাসের মেয়াদ পূর্ণ করতেই হবে।

জুলাইয়ের ১০ তারিখ পন্থ কোভিড টেস্টে ধরা পড়ার পর থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তারপরেই আরো একের পর এক নেতিবাচক সংবাদ প্রকাশ পাচ্ছে ইংল্যান্ড সিরিজে খেলতে নামার ঠিক আড়াই সপ্তাহ আগে।

ইংল্যান্ডের বিপক্ষে অগাস্টের ৪ তারিখে ভারত নামছে। তার আগে ডারহামে গোটা জাতীয় দল একত্রিত হওয়ার কথা ছিল। ২০ তারিখে একটি প্রস্তুতি ম্যাচেও খেলবে টিম ইন্ডিয়া। তবে তার আগেই একের পর এক দুঃসংবাদ।

পাঁচ টেস্টের সিরিজের আগে ভারতীয় দল যে এই ঘটনায় রীতিমত বিপর্যস্ত, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant BCCI Indian Cricket Team COVID-19
Advertisment