/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/france.jpg)
চার বছর আগে ফ্রান্সের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার অবশ্য মেসির আর্জেন্টিনার কাছে থমকে গিয়েছে ফ্রান্সের জয়রথ। বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা সইতে না পেরে এবার অবসর নিলেন ফ্রান্সের ক্যাপ্টেন হুগো লরিস।
আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না তারকাকে। ৩৭ বছর বয়সেও ফ্রান্সের ফার্স্ট চয়েস গোলকিপার ছিলেন। জাতীয় দলের হয়ে টানা দেড় দশক ধরে সবথেকে বেশি (১৪৫) ম্যাচ খেলার নজিরও তাঁর। ফ্রান্সের সুপারস্টার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন বুটজোড়া তুলে রাখলেন।
Our goalkeeper and captain 𝙃𝙪𝙜𝙤 𝙇𝙇𝙊𝙍𝙄𝙎 has retired from international football 🔚
🇫🇷 145 caps (record)
©️ 121 captaincies (record)
🏆 World Champion 2018
🥇 Nations League winner 2021
A Legend 🙌
THANK YOU for everything Hugo 💙#FiersdetreBleuspic.twitter.com/1LaXmOK2by— French Team ⭐⭐ (@FrenchTeam) January 9, 2023
ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন হুগো লরিস। বিশ্বকাপ ফাইনালই তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল। যেখানে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে খেলার ফলাফল ছিল ৩-৩। তারপর পেনাল্টি শ্যুট আউটে বাজিমাত করে যান মেসিরা।
আরও পড়ুন: ব্যালন ডি’অরের যুদ্ধে এবার মেসি বনাম এমবাপে! শত্রুতার আবহে কে জিতবেন সেরার সেরা পুরস্কার
লরিস এক বিবৃতিতে জানিয়েছেন, "এখনও পারফর্ম করতে চাই বরাবরের মত। এতে হয়ত ক্লাবের হয়ে খেলার জন্য শারীরিক সক্ষমতার তুঙ্গে থাকব।"
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশচ্যাম্প জানিয়েছেন, "২০১২-য় আমি কোচ হওয়ার পরই ওঁকে ক্যাপ্টেন করা হয়েছিল। ওঁর হাতে আর্মব্যান্ড তুলে দিয়ে কখনই অনুশোচনা হয়নি।"
জাতীয় দলের হয়ে অবসর নিলেও হুগো লরিস ক্লাব টটেনহ্যামের হয়ে খেলা চালিয়ে যাবেন। যেখানে তিনি গত ১০ বছর ধরে খেলছেন।