/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/argentina-france.jpeg)
বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা আর সহ্য করতে পারলেন না রাফায়েল ভারানে। ফ্রান্সের জাতীয় দলের তারকা ডিফেন্ডার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন মাত্র ২৯ বছরেই। লেস ব্লুজ-দের হয়ে টানা একদশক রক্ষণের দায়িত্ব সামলেছেন। চার বছর আগে বিশ্বকাপজয়ী সেন্ট্রাল ডিফেন্ডার এবারেও রানার্স হয়েছেন দেশের জার্সিতে।
২৯ বছর বয়সেই অবসর। ফ্রান্সের হয়ে অভিষেক ঘটেছিল ২০১৩-য়। কোচ দিদিয়ের দেশকে উয়েফা নেশনস লিগ জিততে সাহায্য করেছেন ২০২০/২১ সিজনে।
আরও পড়ুন: জোড়া পেনাল্টি মিস, চোট, দুর্ধর্ষ গোল! ম্যাচ শেষেই মেসি-এমবাপেকে নিয়ে মুখ খুললেন PSG কোচ
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা তারকা টানা দু-বার জাতীয় দলকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছেন। কাতার বিশ্বকাপ ফাইনালে পেনাল্টিতে আর্জেন্টিনা শেষ পর্যন্ত বাজিমাত করে। বিশ্বকাপ ট্রফি ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ার পরই ফ্রান্সের জাতীয় দলের ক্যাপ্টেন হুগো লরিস ৩৬ বছর বয়সে অবসর ঘোষণা করেছেন। এবার কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন দলের একনম্বর স্টপার।
Merci pour tout 💙🤍♥️ pic.twitter.com/FUk4zZWFpt
— Raphaël Varane (@raphaelvarane) February 2, 2023
অবসর নেওয়ার আবেগী পোস্টে ভারানে লিখেছেন, "আমাদের সুন্দর দেশের প্রতিনিধিত্ব করা জীবনের অন্যতম সেরা সম্মান আমার কাছে। যতবার-ই ওই নীল জার্সি গায়ে চড়িয়েছি, ততবার-ই গভীর গর্ব, নিজেকে উজাড় করে দেওয়ার, হৃদয় দিয়ে খেলার ইচ্ছা অনুভব করেছি। যতবারই খেলতে নেমেছি জয়ের জন্য নেমেছি। কয়েকমাস ধরেই অবসরের বিষয়ে চিন্তাভাবনা করছিলাম। এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়। নতুন প্রজন্মের কাছে ব্যাটন তুলে দেওয়ার সময় হয়ে গিয়েছে।"
কোচ দিদিয়ের দেশ ভারানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, "রাফায়েল কয়েকদিন আগেই আমাকে ফোন করে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। ও বুদ্ধিমান। জানে সিদ্ধান্ত নেওয়ার আগে কীভাবে সবদিক বিচার বিবেচনা করতে হয়। রাফায়েলের বিশ্বাস জাতীয় দলের সঙ্গে ওঁর রোমাঞ্চকর ভ্রমণের ইতি ঘটেছে। ওর বিচার, ইচ্ছাকে সম্মান জানাতে চাই।"
আরও পড়ুন: রোনাল্ডোর রিয়েল মাদ্রিদ-বন্ধু, মেসির PSG সতীর্থ! আল নাসের সই করাচ্ছে বিশ্বকাপজয়ী সুপারস্টারকে
আন্তর্জাতিক ফুটবলে অবসর নিলেও ভারানে আপাতত খেলা চালিয়ে যাবেন ক্লাব ফুটবলে। ২০২১-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে টানা এগারো বছর রিয়েল মাদ্রিদ জার্সিতে খেলেছেন সেন্ট্রাল ডিফেন্সে রামোসের সতীর্থ হিসাবে। রোনাল্ডো-বেলদের ভরসা জুগিয়েছেন রক্ষণ থেকে।
Read the full article in ENGLISH