France vs Belgium Score, FIFA World Cup 2018 Semi Final: শেষ পর্যন্ত ইতিহাস লেখা হল না ডার্ক হর্সদের। রবের্তো মার্তিনেসের প্রশিক্ষণ নিয়ে প্রথমবার লুকাকুদের বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নের সলিলসমাধির সাক্ষী হয়ে রইল সেন্ট পিটার্সবার্গ। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল লুকাকুদের। অন্যদিকে আরেক ইতিহাস তৈরির দিকে একধাপ এগোলেন এমবাপেদের কোচ। রবিবার বিশ্বকাপের ট্রফি হাতে উঠলে ফ্রানজ বেকেনবাউয়ার ও মারিয়ো জাগালোর পর দিদিয়ে দেঁশই হবেন তিন নম্বর ফুটবলার, যিনি কোচ হিসেবে বিশ্বকাপ জিতবেন।
এদিন রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচ কার্যত মেগা ম্যাচই ছিল। খেলার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছিলেন লুকাকু, এমবাপেরা। দু'দলের আক্রমণাত্মক চেহারা এক ইঞ্চির জন্যও কেউ কাউকে জায়গা ছাড়েনি। ফলে টানটান লড়াইয়ে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে যেন গোল পেতে মরিয়া ছিল দু'দলই। ৫১ মিনিটের মাথায় স্যামুয়েল উমতিতির অবিশ্বাস্য গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। এরপর যখন আরও একটি গোল পেতে মরিয়া ছিলেন দেঁশের ছেলেরা, সেইসময় গোল পরিশোধ করে সমতা ফেরাতে ঝাঁপিয়ে পড়েছিলেন রবের্তো মার্তিনেসের ছেলেরা। কিন্তু শেষ পর্যন্ত গোল আর জুটল না টিম বেলজিয়ামের। নির্ধারিত সময়ের শেষে রেফারির হুইসেলের শব্দে সেন্ট পিটার্সবার্গে আনন্দোল্লাসে মেতে উঠলেন ফ্রান্স সমর্থকরা।
France vs Belgium Score FIFA World Cup 2018: France vs Belgium Semi-final Updates in Read in English
1.24 AM: বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স
#FRA WIN! @FrenchTeam are in the #WorldCupFinal! #FRABEL // #WorldCup pic.twitter.com/yPDKMKPpdt
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
1.09 AM: ৮১ মিনিটের খেলা শেষ, এখনও গোলের খাতা খুলতে পারলেন না ডার্ক হর্সরা। ১-০ গোলে এগিয়ে ফ্রান্স।
12.54 AM: গোল করার পর উল্লাস স্যামুয়েলের। ৬৫ মিনিট পার, খেলার ফল ফ্রান্স ১, বেলজিয়াম ০
Il fait du bien celui-là !!!!! @samumtiti
1-0 #FRABEL #FiersdetreBleus pic.twitter.com/JrEzUZ6OMi— Equipe de France (@equipedefrance) July 10, 2018
12.38 AM: গোওওওললল!!! স্যামুয়েল উমতিতির অবিশ্বাস্য গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্রান্স।
#FRA GOAL! @samumtiti's header gives @FrenchTeam the lead in Saint Petersburg! #FRABEL 1-0 pic.twitter.com/3HhbpXybA6
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
12.32 AM: দ্বিতীয়ার্ধের খেলা শুরু। গোল পেতে মরিয়া দুই দলই।
12.26 AM: ম্যাচের ঝলক!
12.17 AM: প্রথমার্ধের খেলা শেষে ফ্রান্স ০, বেলজিয়াম ০
Nothing between them. #FRABEL // #WorldCup pic.twitter.com/jIqZLewg44
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
12.03 AM: ফাইনালে উঠতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দল। একে অপরকে আক্রমণ, ৩২ মিনিটের শেষে খেলার ফল ফ্রান্স ০, বেলজিয়াম ০
11.54 PM: টিম ফ্রান্স ও টিম বেলজিয়াম
#FRA #FRA #FRA#FRABEL #WorldCup pic.twitter.com/av2PhG50ei
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
#BEL #BEL #BEL#FRABEL // #WorldCup pic.twitter.com/8KPTKwKmj2
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
11.42 PM: শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দুই দল। যদিও ১১ মিনিটের খেলা শেষে গোলশূন্য সেন্ট পিটার্সবার্গ।
11.30 PM: কিক-অফ!
We're under way!#FRABEL // #WorldCup pic.twitter.com/OLj4BeLazr
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
11.27 PM: দু'দেশের জাতীয় সংগীত পরিবেশন সমাপ্ত। এবার খেলা শুরুর অপেক্ষা।
11.14 PM: একনজরে দুই দলের সৈনিকরা
FORMATIONS // #FRABEL #WorldCup pic.twitter.com/SVGLuwzJDr
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
11.10 PM: রাশিয়া বিশ্বকাপের প্রথম মেগা সেমিফাইনালে ফ্রান্স-বেলজিয়াম দ্বৈরথ। কিছুক্ষণ পরেই শুরু যুযুধান লড়াই।
The team news from Saint Petersburg has arrived...
Here are the Starting XIs for #FRABEL ????#WorldCup pic.twitter.com/cj8ULXU0uF
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 10, 2018
সেন্ট পিটার্সবার্গে ধুন্ধুমার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন দেঁশের ছেলেরা।