Advertisment

মমতাকে বন্ধু বললেন মেসি, বার্সেলোনা থেকে পাঠালেন বিশেষ উপহার

সাদা হ্যান্ডলুম শাড়িতেই পরিচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আচ্ছা তাঁকে কি বিখ্যাত বার্সেলোনা ফুটবল ক্লাবের লাল-নীল স্ট্রাইপড জার্সিতে কল্পনা করা যায়? তাও আবার সেখানে এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসির সই করা।

author-image
IE Bangla Web Desk
New Update
Messi and Mamata

মমতাকে বন্ধু বললেন মেসি, বার্সেলোনা থেকে পাঠালেন বিশেষ উপহার

সাদা হ্যান্ডলুম শাড়িতেই পরিচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আচ্ছা তাঁকে কি বিখ্যাত বার্সেলোনা ফুটবল ক্লাবের লাল-নীল স্ট্রাইপড জার্সিতে কল্পনা করা যায়? তাও আবার সেখানে এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসির সই করা।

Advertisment

বার্সেলোনার লেজেন্ড ফুটবল টিম গত সপ্তাহে ছিল কলকাতায়। মোহনবাগানের সঙ্গে ঐতিহাসিক ম্যাচ খেলতেই শহরে হাজির ছিলেন হাভিয়ের সাবিওলা, জুলিয়ানো বেলেত্তি ও এডমিলসনরা। লেজেন্ড টিমের হাতেই মেসি পাঠিয়ে দেন সেই বিশেষ বার্সার জার্সি। সেখানে জ্বলজ্বল করছে  "DIDI (দিদি)"। এই নামেই  খ্যাত মমতা। মেসি সেখানে লিখে দিয়েছেন, “আমার বন্ধু দিদির জন্য় রইল লিওনেল মেসির তরফ থেকে শুভেচ্ছা।” মুখ্যমন্ত্রী নিজে একজন ফুটবলের ফ্যান। তাঁর সৌজন্যেই গত বছর রাজ্যে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। আর মমতাকে সে জন্যই শুভেচ্ছা জানিয়ে এই উপহার পাঠিয়েছেন এলএম টেন।

আরও পড়ুন: লেজেন্ডস ম্যাচে আয়োজকরাই স্টার, টিম লিস্ট থেকে জল, সবই স্বপ্ন সেখানে

জুলিয়ানো বেলেত্তি ও জারি লিটম্যানেন এই জার্সি তুলে দিয়েছেন ফুটবল নেক্সট ফাউন্ডেশনের ডিরেক্টর কৌশিক মৌলিককে। কিন্তু এখনও মেসির উপহার পৌঁছায়নি মমতার হাতে। কৌশিক বললেন, “আমরা এখনও মিস ব্যানার্জীর কাছে ব্যক্তিগত ভাবে এই জার্সি পৌঁছে দিতে পারেনি। আমরা সিএমও-কে জানিয়েছি আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা সাক্ষাতের ব্যবস্থা করে দেওযার জন্য়।”সাত বছর আগে মেসি খেলে গিয়েছিলেন কলকাতায়। সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্তিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। মেসির পাশে নিকোলাস ওটামেন্ডি গোল করে আর্জেন্তিনাকে জিতিয়েছিলেন।

কলকাতায় এসে মেসির প্রাক্তন সতীর্থ সাবিওলা বলেছিলেন যে, মেসির জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।কিন্তু এলএম টেন আর্জেন্তিনার জার্সিতে আদৌ ফিরবেন কি না তাই নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর মেসি অবসর নেবেন বলেই শোনা গিয়েছিল। বিশ্বকাপের পর একটিও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্তিনার জার্সিতে দেখা যায়নি এলএম টেনকে।

২০১৬ সালে কোপা অ্যামেরিকার শতবর্ষের আসর ছিল। ফাইনালে আর্জেন্তিনা ব্যর্থ হওয়ার পরে আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। যদিও সেবার অবসর ভেঙে নীল-সাদা জার্সিতে ফিরেছিলেন মেসি।  এসবের মধ্যেই আবার মেসির প্রাক্তন কোচ ও আর্জেন্তাইন কিংবদন্তি মারাদোনা তাঁকে দেশের জার্সিতে না-ফেরারই পরামর্শ দিয়েছেন।

Barcelona Mamata Banerjee Lionel Messi Mohun Bagan
Advertisment