শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে দুবাই থেকে কোঝিকোড়ে আসা বিমান। তারপর গোটা দেশেই শোকের ছায়া। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই নতুন নতুন খারাপ খবর পৌঁছাচ্ছে দেশবাসীর কাছে। শোকের এমন মুহূর্তেই দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন ক্রীড়াজগতের নামি দামি নক্ষত্ররা।
শুক্রবার সন্ধ্যা ৭.৪১ নাগাদ কোঝিকোড়ে পৌঁছায় করোনা অতিমারির মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর ‘বন্দে ভারত’ অভিযানের অন্তর্ভুক্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান আইএক্স-১৩৪৪। অবতরণের সময় বিমানে আগুন লক্ষ্য করা যায়নি। ওই বিমানে ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০টি শিশু, ২ জন পাইলট ও ৪ জন বিমানকর্মী ছিলেন। খারাপ আবহাওয়ায় রানওয়েতে অবতরণের পর বিমানটি পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
গভীর রাত পর্যন্ত ভেঙে পড়া বিমান থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ করে কেরাল পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ দল। জানা গিয়েছে, দুই পাইলটেরই বিমান দুর্ঘটনার মৃত্য হয়েছে।
বিমান বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের সঙ্গেও কথা বলেন মোদী।
Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. ????????
— Virat Kohli (@imVkohli) August 7, 2020
Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020
Deeply saddened & hurt to hear about the @airindiain plane crash in Kerala. I hope there are minimum casualties & its less painful for the injured. #AirIndiaCrash #planecrash #Kerala
— Shoaib Akhtar (@shoaib100mph) August 7, 2020
Shocking news of the Kozhikode flight crash. Prayers for the passengers and crew. 2020 please have mercy ????????????????
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 7, 2020
My thoughts with the families of those affected by #KozhikodeAirCrash. The visuals from Kerala are heartbreaking. I pray for speedy recovery of the injured ???? #AirIndia
— Ravi Shastri (@RaviShastriOfc) August 8, 2020
Praying for the passengers and the staff on the #AirIndia flight in Kozhikode. Shocking news.
— Rohit Sharma (@ImRo45) August 7, 2020
Absolutely gutted to hear about the Kozikode flight crash. Prayers for strength to those who have been deeply affected ????????????
— Jaydev Unadkat (@JUnadkat) August 8, 2020
Shocking news!Praying for the safety of all the passengers and crew onboard the #AirIndia Express flight.Deepest condolences to the families who have lost their loved ones.Terrible year this????????
— Sakshi Malik (@SakshiMalik) August 8, 2020
#Kozhikode Airport में #AirIndia की फ्लाइट हादसे के बारे में जानकर गहरा दुख हुआ। मेरे प्रार्थनाएं उन परिवारों के साथ हैं जिन्होंने अपने प्रियजनों को खो दिया है और जो लोग घायल हुए हैं उनके शीघ्र स्वस्थ होने के लिए प्रार्थना करता हूँ ????????। #AirIndia pic.twitter.com/6BwQoAYMIB
— Bajrang Punia ???????? (@BajrangPunia) August 8, 2020
The news of #KozhikodeAirCrash came as a huge shock. My sincere condolences to all the affected passengers, crews and the families. May God give you the strength to overcome this adversity.May all get well soon and get on with their lives. #AI has been doing a grt job. So chin up
— Shubhankar Sharma (@shubhankargolf) August 8, 2020
বিমান দুর্ঘটনার মাত্রা প্রকাশ্যে আসার পরই টুইট করতে থাকেন শচীন, কোহলি, যুবরাজরা। রোহিত শর্মা, কেএল রাহুলও টুইটে সমবেদনা জ্ঞাপন করেছেন।এমনকি শোয়েব আখতারও শোক প্রকাশ করেছেন। ক্রিকেট ছাড়া অন্যান্য খেল জগতের তারকারাও জাতীয় এই বিপর্যয়ের প্রেক্ষিতে টুইট করেছেন।
Read the full article in ENGLISH