/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Gambhir-Agarkar.jpg)
Gambhir-Agarkar: সাংবাদিক বৈঠকে গম্ভীর ও আগরকার। (এক্সপ্রেস ছবি/এপি ফটো/রফিক মকবুল)
Gambhir Agarkar Press Coference: গম্ভীর আগরকার ফাঁস করে দিলেন সব তথ্য। শ্রীলঙ্কায় সীমিত ওভারের সফরের স্কোয়াড বাছাইয়ের চারদিন পর, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার বিভিন্ন ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠকে টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি হার্দিক পান্ডিয়ার বদলে শ্রীলঙ্কা সফরে কেন তাঁরা সূর্যকুমার যাদবকে অধিনায়ক বাছলেন, সেই জবাব দিয়েছেন টিম ম্যানেজমেন্টের এই দুই কর্তা। অলরাউন্ডার হার্দিকের ইনজুরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেও আগরকার জানিয়েছেন, 'হার্দিক এখনও টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।'
সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি, রোহিত শর্মা ও বুমরাহকে নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। বিরাটের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েনর সম্ভাবনা উড়িয়ে গম্ভীর জানিয়েছেন, 'বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। বিরাট ও রোহিতের এখনও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে।' বোলারদের মধ্যে বুমরাহের ওপর কাজের চাপ বেড়েছে। সে নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। একইসঙ্গে তিনি জানান, তাঁর আপাতত প্রধান দায়িত্ব হল, 'ড্রেসিংরুমের পরিবেশকে সুখী এবং নিরাপদ করে তোলা।'
রোহিতের টি২০ থেকে অবসর নেওয়ার পরে হার্দিকের দায়িত্ব গ্রহণের স্বাভাবিক অগ্রগতি, সূর্যকুমারের অধিনায়ক হিসেবে উঠে আসায় বাধাপ্রাপ্ত হয়েছে। তবে আগরকার স্পষ্ট করেছেন যে ফিটনেসই সবচেয়ে বড় মাপকাঠি। তিনি বলেন, 'সবচেয়ে বড় কথা হল মাঝে মধ্যে নয়। অধিনায়কের সবসময়ই মাঠে থাকা উচিত। এটা একটা পূর্বশর্ত। আমরা এটাও মনে করি যে একজন ভালো অধিনায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী সূর্যের আছে। ওর একটা ভালো ক্রিকেট মস্তিষ্ক আছে। ও বিশ্বের সেরা টি২০ ব্যাটারদের একজন। একবছর ধরে নিজের এই জায়গাটা ধরে রেখেছেন।'
আরও পড়ুন- দরকারে ভারতকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, বিসিসিআইকে ভয়ংকর হুঁশিয়ারি পাক তারকার
আগরকারও পরিষ্কার জানিয়ে দেন, হার্দিকের পরিবর্তে সূর্যকুমারকে অধিনায়ক করে তাঁরা কোনও তাড়াহুড়ো করেননি। এই ব্যাপারে আগরকার বলেন, 'এটা রাতারাতি এমন কোনও ব্যাপার নয় যে, আপনি ঠিক করেছেন কাউকে অধিনায়ক করা উচিত আর করে দিলেন। কার অধিনায়ক হওয়া উচিত নয়, সেটা অনেক চিন্তাভাবনা করেই স্থির করা হয়েছে। আপনারা ড্রেসিংরুম থেকেও জানতে পেরেছেন যে, কী ধরণের গুণাবলি খোঁজা হচ্ছিল।'
মুম্বই ইন্ডিয়ানস ব্যাটারকে একদিনের ম্যাচে উপেক্ষা করা হয়েছে। সেই প্রসঙ্গে আগরকার বলেন, 'শ্রেয়াস আইয়ার আর কেএল রাহুল দু'জনেই একদিনের বিশ্বকাপে দুর্দান্ত রান করেছে।' এছাড়া পন্থও খেলায় ফিরেছে। তার জেরে সূর্যকুমার টি২০-র মত একদিনের ক্রিকেটে ভালো কিছু করার সুযোগ পায়নি।
🗣️ In sport, it's all about winning#TeamIndia Head Coach @GautamGambhir shares his experiences and learnings#SLvIND pic.twitter.com/RdCzSfWeXg
— BCCI (@BCCI) July 22, 2024
'দু'জনেই পরিপক্ক'
কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন গম্ভীর। তিনি বলেছেন, 'কোহলি এবং আমার মধ্যে টানাপোড়েনের গল্প টিআরপি বাড়িয়েছে। এটা দু'জন পরিপক্ক ব্যক্তির সম্পর্ক। ফলে, সেই সম্পর্কটা অত্যন্ত ভালো। সেটা জনসাধারণের জানার কথা নয়।'
গম্ভীর বলেন, 'আমাদের মধ্যে মাঠের বাইরে খুব ভালো সম্পর্ক আছে। সেটা ভবিষ্যতেও বজায় থাকবে। মাঠে আমরা প্রত্যেকেই নিজস্ব জার্সির হয়ে লড়াই করি। বিজয়ী হয়ে ড্রেসিংরুমে ফিরি। এই মুহুর্তে, আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি। ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করছি। আমি নিশ্চিত যে আমরা (গম্ভীর-কোহলি) পরস্পরের পাশাপাশি থাকব এবং ভারতকে গর্বিত করার চেষ্টা করব।'
"There's still a lot of cricket left in Rohit and Virat," says GG.#TeamIndia #ViratKohli #RohitSharma #JioCinemaSports pic.twitter.com/r0SaavyCBo
— JioCinema (@JioCinema) July 22, 2024
কোহলির প্রশংসা করে গম্ভীর বলেন, 'ও একজন পেশাদার, একজন বিশ্বমানের ক্রীড়াবিদ। একজন বিশ্বমানের খেলোয়াড়। রোহিত আর কোহলি, দু'জনেই এখনও দীর্ঘদিন খেলার ক্ষমতা রাখে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অস্ট্রেলিয়ার একটি বড় সফরে ওঁরা খেলবে। আশা করি, ওরা ২০২৭ বিশ্বকাপেও ফিটনেস ধরে রাখতে পারবে।' রোহিত এবং কোহলি ইতিমধ্যে টি২০ থেকে অবসর নিয়েছেন। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'একজন ব্যাটসম্যান যদি ধারাবাহিকভাবে খেলতে পারে এবং ভালো ফর্মে থাকেন, তাহলে তিনি সব ফরম্যাটেই খেলতে পারেন।'
কিন্তু, বুমরাহকে তিনি মাঝেমধ্যে বিশ্রাম দেওয়ার পক্ষপাতী বলেই বোঝানোর চেষ্টা করেছেন গম্ভীর। তিনি বলেন, 'বুমরাহর মত কারও কারও জন্য কাজের চাপ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বুমরাহ একজন বিরল ধরনের বোলার। যে কেউ চাইবে ও দলে থাকুক। তাই বেশিরভাগ গুরুত্বপূর্ণ খেলায় ওকে তরতাজা রাখা আমাদের দায়িত্ব। এটা শুধু বুমরাহর জন্যই নয়। সব ফাস্ট বোলারদের ক্ষেত্রেই ব্যাপারটা সত্যি।'
💬 "I've got a fabulous relationship with Mr. Jay Shah"#TeamIndia Head Coach @GautamGambhir talks about his strong bond with BCCI Honorary Secretary Mr @JayShah, underscoring their shared vision and commitment towards taking Indian cricket forward. pic.twitter.com/BdSNW2RONg
— BCCI (@BCCI) July 22, 2024
কোচ হিসেবে তাঁর লক্ষ্য কী, সেটাও স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর। বলেছেন, 'আমি সবসময় বলছি যে একটি সুখী ড্রেসিংরুম একটি বিজয়ী ড্রেসিংরুম তৈরি করাই আমার লক্ষ্য। তাই সমস্ত সাপোর্ট স্টাফের পাশাপাশি এটা আমারও দায়িত্ব।' গম্ভীর জানান, তিনি খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়ায় বিশ্বাসী। এই ব্যাপারে ভারতের নতুন কোচ বলেন, 'খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। একজন কোচ এবং একজন খেলোয়াড়ের মধ্যে সম্পর্কটাই সবচেয়ে জরুরি। সম্পর্ক বিশ্বাসের ওপর তৈরি হয়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি মিলেমিশে চলতে চাই। কোনও ব্যাপারকে জটিল করি না। জটিল করতেও চাই না।'
দলের নির্বাচন সম্পর্কে আগরকার বলেন, 'রবীন্দ্র জাদেজার ওপর চাপ কমাতেই তাঁকে একদিনের দলের জন্য বাছাই করা হয়নি। টেস্ট মরশুমে প্রচুর খেলা আছে। ইতিমধ্যে, শুভমান গিল একদিনের ম্যাচ এবং টি২০, উভয় ফরম্যাটেই সহ-অধিনায়ক ঘোষিত হয়েছেন। অনেক সিনিয়র খেলোয়াড়কে টপকে তিনি সহ-অধিনায়ক হয়েছেন। এতে আমরা দল নতুন করে সাজিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি।'
গিলকে সম্ভবত ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করা হচ্ছে। কারণ, রোহিত আর কোহলি টেস্ট এবং ওয়ানডে থেকেও পরবর্তীতে অবসর নেবেন। টি২০ অধিনায়ক সূর্যকুমারের বয়স ৩৩। এই প্রসঙ্গে আগারকার বলেন, 'আমরা চেষ্টা করছি। এমন কাউকে চাইছি যে সিনিয়রদের থেকে শিখতে পারবে। তাতে ইনজুরিতে ভোগা বা ফর্ম হারানো অধিনায়কের খোঁজ করার সমস্যাও থাকবে না। গিল তাঁর নেতৃত্বের গুণাবলি দেখিয়েছে। আমরা ওঁকে কিছু অভিজ্ঞতা দিতে চাই।'