Advertisment

Gambhir on Kohli and Rohit: অক্ষমতা প্রকাশ গম্ভীরের! কোহলি, রোহিতের ভবিষ্যৎ ঘিরে জল্পনা

Gambhir on future of Kohli and Rohit: রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনাই এবার কয়েকগুণ বাড়িয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gautam Gambhir, Team India

Gautam Gambhir, Virat Kohli, Rohit Sharma: গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও রোহিত শর্মা। (ফাইল ছবি)

Gambhir on future of Kohli and Rohit: ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা উসকে দিলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, 'তাঁরা যাই পরিকল্পনা করুক না কেন, সেরা পরিকল্পনাটাই করবেন।' টিম ইন্ডিয়ার প্রধান কোচের দাবি, কোহলি ও রোহিতের মধ্যে এখনও ম্যাচ জেতার খিদে আছে। ক্রিকেট নিয়ে তাঁদের আবেগ এখনও মরে যায়নি।

Advertisment

সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ছয় উইকেটে পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন গম্ভীর। রবিবারই বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়েছে। এরপর সাংবাদিক বৈঠকে রোহিত ও কোহলির অবসরের ব্যাপারে বলতে গিয়ে গম্ভীর বলেন, 'আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এই ব্যাপারে তাঁদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি এটুকু জানি যে ওঁদের মধ্যে এখনও খেলার খিদে আছে। ওঁদের মধ্যে ক্রিকেটের প্রতি আবেগ আছে। আর, দু'জনেই মানসিকতাই বেশ কঠোর। আশা করি, ওঁরা ক্রিকেটটা চালিয়ে যেতে পারবেন। শেষ পর্যন্ত ওঁরা যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা সেরা সিদ্ধান্তই হবে বলে, আমার বিশ্বাস।'

গম্ভীর একথা বললেও ৫ টেস্টের ৯ ইনিংসে কোহলি মাত্র ১৯০ রান করেছেন। একমাত্র পার্থে তিনি সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। কিন্তু, পরের বাকি ৭ ইনিংসে তাঁর স্কোর ৩৬। আর, রোহিত শর্মা তো ছেলের জন্মের জন্য পার্থ টেস্ট খেলেননি। সিডনিতে ৫ম টেস্টে খারাপ ফর্মের জন্য সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু, তার আগের তিন টেস্টে তিনি মাত্র ৩১ রান করেছেন। এই প্রসঙ্গে কোচ গম্ভীর শেষ টেস্ট ম্যাচে রোহিতের সরে যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। 

রোহিতের ব্যাপারে গম্ভীর বলেন, 'এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। অনেক রিপোর্ট লেখা হয়েছে। কিন্তু, একটু ভাবলে বোঝা যাবে যে সিদ্ধান্তটা বুদ্ধিমানের মত হয়েছে। যদি একজন ক্রিকেটার বা একজন অধিনায়ক তাঁর দলের ভালোর জন্য সরে দাঁড়ান, তা তো খারাপ কিছু না। সবার আগে হল দেশ।' তাঁর টিম সম্পর্কে গম্ভীর বলেন, 'প্রত্যেক খেলোয়াড়ই জানেন যে তাঁর পেশার জন্য এবং তাঁকে খেলতে গেলে কঠোর পরিশ্রম করতেই হবে।' 

Advertisment

আরও পড়ুন- ঘোর অপমান! নিজের নামের ট্রফিতেই ডাক পেলেন না গাভাসকর

গম্ভীর আরও বলেন, 'এটা আমার বা আপনার দল বলে নয়। এই দলটা হল একটা দেশের দল। আমি মনে করি আমাদের ড্রেসিংরুমে অনেক সৎ খেলোয়াড় আছেন। তাঁরা জানেন যে তাঁরা ক্ষুধার্ত। আর, তাঁদের অবদানে দল এগিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় দায়িত্ব হল যে দলের সবার সঙ্গে ন্যায্য আচরণ করা। কোনও এক বা দু'জনের প্রতি ন্যায়পরায়ণ হলাম, আর বাকিদের কাছে হলাম না, সেটা কিন্তু, অসততা। সুতরাং যে খেলোয়াড় এখনও টেস্ট খেলেননি। আর, যে খেলোয়াড় ১০০টি টেস্ট খেলেছেন, আমার লক্ষ্য তাঁদের সকলের সঙ্গেই ন্যায়পরায়ণ এবং সমান আচরণ করা।' 

cricket Test cricket Cricket News Virat Kohli Border-Gavaskar Trophy Rohit Sharma BCCI Gautam Gambhir
Advertisment