Advertisment

BCCI's review meeting: সাপোর্ট স্টাফদের নিয়ে তুলকালাম, বিসিসিআই বৈঠকের পর আরও গম্ভীর গৌতম

Gautam Gambhir's support staff under scrutiny: সহকারি কোচ অভিষেক নায়ার ও রায়ান টেন ডোয়েশ্যাটের কোচিং দক্ষতার (বিশেষ করে টেস্ট ক্রিকেটে কোচিং) অভাব রয়েছে বলেই অভিযোগ উঠেছে বৈঠকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gambhir Rohit rift

Gautam Gambhir: ক্রমশ কোণঠসা ভারতীয় ক্রিকেট দুনিয়ার গৌতি। (ফাইল ছবি)

Gautam Gambhir's support staff: বিসিসিআইয়ের পর্যালোচনা সভায় গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফদের নিয়ে প্রশ্ন উঠল। ইংল্যান্ড সফরের আগেই ব্যবস্থা নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। পর্যালোচনা সভায় এই সাপোর্ট স্টাফদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির ক্রমাগত অফ-স্টাম্প সমস্যা সকলের নজর কেড়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বারবার সমালোচনা করেছেন বিরাটের। বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে ভারতের ১-৩ ব্যবধানে হারের পর ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকর তো সরাসরি টেলিভিশনে ক্ষোভ প্রকাশ করেছেন। তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে, শনিবার মুম্বইয়ে পর্যালোচনা সভায় বিসিসিআই কর্তারা বিষয়টি উত্থাপন করেন। এরপরই প্রধান কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।  

Advertisment

সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'বৈঠকে গম্ভীরের সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতার গভীরতা' নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকর, প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআইয়ের নবনির্বাচিত সচিব দেবজিৎ সাইকিয়া এবং আইসিসির নবনির্বাচিত চেয়ারম্যান জয় শাহ ছিলেন। রিপোর্টে বলা হয়েছে, 'প্রাক্তন টেস্ট খেলোয়াড় তথা বোলিং কোচ মর্নি মরকেল ছাড়া সহকারি কোচ অভিষেক নায়ার ও রায়ান টেন ডোয়েশ্যাটের কোচিং দক্ষতার (বিশেষ করে টেস্ট ক্রিকেটে কোচিং) অভাব রয়েছে বলেই অভিযোগ উঠেছে বৈঠকে। এই ব্যাপারে বেশিরভাগই একমত হয়েছেন।'

সূত্রের খবর, গোটা ঘটনায় চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বিসিসিআই ব্যবস্থা নেবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে গম্ভীরের সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে সমালোচনার বিষয়টি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে ব্যাপকভাবে আলোচনা হবে বলে স্থির হয়েছে। প্রতিবেদনে প্রকাশ, 'ইংল্যান্ড সফরের জন্য টেকনিক্যাল দক্ষতা সম্পন্ন কোচিং স্টাফদের গুরুত্ব দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।'

আরও পড়ুন- 'কপিল দেবকে খুন করতে আমি পিস্তল নিয়ে গিয়েছিলাম,' বিস্ফোরক যুবরাজের বাবা যোগরাজ সিং

Advertisment

পর্যালোচনা সভায় যে বিষয়গুলো উঠে এসেছে, তার মধ্যে ছিল নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে সমন্বয়ের অভাবের প্রসঙ্গ। অস্ট্রেলিয়া সফরে ভারত সরফরাজ খান বা অভিমন্যু ঈশ্বরণকে ব্যবহার করেনি। এনিয়েও প্রশ্ন উঠেছে বৈঠকে। গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দলের ফর্ম বেশ কিছুদিন ধরেই খারাপ। শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার ০-২ ব্যবধানে ওয়ানডে সিরিজে হার এবং নভেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের পর গম্ভীর জমানায় কোচিং নিয়ে বেশি করতে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর ওপর আবার, চ্যাম্পিয়ন্স ট্রফি কোচিং স্টাফদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানেও দলের ফলাফল খারাপ হলে কোচ হিসেবে গম্ভীরের ভূমিকা প্রশ্নের মুখে পড়তে পারে। 

cricket Gautam Gambhir BCCI England Cricket News Indian Cricket Team Team-India Team India
Advertisment