Advertisment

সাত বছর পর পুরোনো ক্লাবে ফিরলেন বেল, রিয়ালকে আলবিদা

রিয়ালে ২০১৯-২০ মরশুম তাঁর কেরিয়ারে নিকৃষ্টতম। গোটা মরশুমে মাত্র তিনটি গোল করেন। লা লিগা জিতলেও হাতে গোনা কয়েকটি মাত্র ম্যাচ খেলেছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুরোনো সংসারে ফিরে এলেন গ্যারেথ বেল। যে ক্লাবে খেলে খ্যাতির শীর্ষে উঠেছিলেন, সেই টটেনহ্যাম হটস্পারেই ফের চুক্তিবদ্ধ হলেন ওয়েলস তারকা। শনিবার নিজেদের প্ৰকাশ করা বিবৃতিতে টটেনহ্যাম হটস্পার বেলের খবর জানিয়েছে।

Advertisment

গ্যারেথ বেলের সঙ্গেই রিয়েল মাদ্রিদ থেকে টটেনহ্যাম সই করাল সের্জিও রিগুইহোকে। ১ বছরের চুক্তিতে বেল যোগ দিলেন পুরোনো ক্লাবে। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে, বার্ষিক ২৫.৮ মিলিয়ন ডলার বেতন পাবেন বেল।

আরও পড়ুন: IPL 2020: রায়না-হরভজনকে একহাত নিলেন ধোনি, ম্যাচের পরেই বিস্ফোরণ

গত মরশুমে রিয়েল থেকে সেভিয়ায় লোনে গিয়েছিলেন সের্জিও রিগুইহো। স্পারদের সংসারে স্প্যানিশ তারকার বেতন হচ্ছে ৩৫.৫১ মিলিয়ন ডলার। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত টটেনহ্যামের হয়ে ২০০রও বেশি ম্যাচ খেলেছিলেন গ্যারেথ বেল। ৫৬ গোল করার পাশাপাশি ৫৮ টা এসিস্টও করেন তিনি। তারপরেই সেই সময় রেকর্ড অর্থে ১১৮.৩৭ মিলিয়ন ডলারে সই করেন রিয়েল মাদ্রিদে।

রিয়ালের জার্সিতে চার চারটে চ্যাম্পিয়ন্স লিগ, দুটো লা লিগা জিতেছেন। তবে বেলকে রাখা হবে কিনা, তা নিয়ে রিয়ালের ফ্যানরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিলেন। বেলের চোট প্রবণতা অনেকেরই পছন্দ হয়নি। গত মরশুমের শেষের দিকে চিনা ক্লাব জিয়াংশু শুনিংয়ে যাওয়া প্রায় পাকা হয়ে গিয়েছিল।তবে সেই ট্রান্সফার সম্পন্ন হয়নি। রিয়ালে ২০১৯-২০ মরশুম তাঁর কেরিয়ারে নিকৃষ্টতম। গোটা মরশুমে মাত্র তিনটি গোল করেন। লা লিগা জিতলেও হাতে গোনা কয়েকটি মাত্র ম্যাচ খেলেছিলেন তিনি।

ম্যান সিটির বিরুদ্ধে আওয়ে ম্যাচে খেলতে না গিয়ে কোচ জিনেদিন জিদানের বিরাগভাজনও হন। স্পারদের স্কোয়াডে এবার তারকার সমাহার। বেল ও রেগুইলিওনের পাশাপাশি সই করানো হয়েছে ডেনমার্কের মিডফিল্ডার পিয়ের এমিলি হজবার্গ, আয়ারল্যান্ডের ম্যাট দোহার্তি, এবং ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন গোলকিপার জো হার্টকে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Real Madrid EPL
Advertisment